শনিবার

নারী কি পুরুষের পাজঁড়ের হাড় দিয়ে সৃষ্টি?

নারী কি পুরুষের পাজঁড়ের হাড় দিয়ে সৃষ্টি?

মূলত পুরুষ এর পাজঁড়ের হাড় থেকে নারী কে সৃষ্টি করা হয়নি।
কোন হাদীসে বলা হয়েছে, নিশ্চয় নারীকে পাঁজড়ের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে ৷
আবার কোন হাদীসে বলা হয়েছে নিশ্চয় নারী পাঁজড়ের হাড়ের মত ৷
অতএব বুঝা যায় যে, এখানে পাঁজড়ের হাড় থেকে সৃষ্টি করা উদ্দেশ্য নয় ৷ বরং বক্রতা উদ্দেশ্য ৷
নারীদের মুখ বেশি চলে, নাফরমানি বেশি করে।
সঠিক কথা গ্রহণ করে কম।
সে জন্যই পাঁজড়ের হাড়ে তৈরী বলা হয়েছে ৷
বাস্তবে নারীগণ পাঁজড়ের হাড়ের সৃষ্টি নয় ৷ আর যদি মেয়েদের স্বামীর পাঁজড়ের হাড়ের তৈরী বলা হয় তবে যে সকল নারী শিশু বা অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে তাদের সৃষ্টি কোন স্বামীর পাজড়ের হাড়ের তৈরী হবে???
সুতরাং নারী স্বামীর পাঁজড়ের সৃষ্টি কথাটি সঠিক নয় ৷
একমাত্র বিবি হাওয়া আঃ কেই আদম আঃ এর পাঁজড়ের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে...
فان المراة خلقت من ضلع.
বুখারী হা 3331 ৷
ان المراة كالضلع.
মুসলিম হা 1468
اشارة الي ان اعوج ما في المراة لسانها وفي استعمال لافعل في العيوب.  ... او الاشارة الي انها لا تقبل التقويم كما ان الضلع لا يقبله.
ফতহুল বারী
শুধুমাত্র হাওয়া (আ) কে আদম (আ) এর পাজর থেকে সৃষ্টি করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: