বৃহস্পতিবার

রিজিক বৃদ্ধির আমল। রিজিক বৃদ্ধি করার ৫ টি আমলঃ

আস সালামু আলাইকুম
#রিযিক বৃদ্ধির আমল
কিভাবে রিজিক বৃদ্ধি করা যায় ?
     

    রিযিক নিয়ে চিন্তিত?  হতাসা হচ্ছে? সুন্নাতি আমলে রিযিক বরকতময় করার উপায় : 

সমাধানের জন্য আমল করতে পারেন।
       কয়েকটি আমল লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ আমল করার দ্বারা ফল হতে পারে।




প্রতি নামাযের পর বেশি বেশি করে পড়ুন “রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাছানাতাও ওয়াফিল আখিরাতি হাছানাতাও ওয়াকিনা আজাবান্নার”।



প্রত্যেক নামাযের পর “ইয়া লতীফু” একশত বার পড়বে। একবার الله لطيف بعباده يرزق من يشاء وهو القوى العزيز –আল্লাহু লতীফুন বি’য়িবাদিহী ইয়ারযুক্বু মাইয়্যাশা..উ ওয়াহুয়াল ক্বওয়্যিুল আযীয] পড়বে।

রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ।



ফজর ও মাগরিবের নামাযের পর একশত বার “ইয়া লতীফু” পড়ে নিম্মোক্ত দুআ পড়বে

اللهم وسع على رزقى اللهم عطف على خلفك كما صنت وجهى عن السجود لغيرك فصنه عن ذل السوال لغيرك برحمتك يا ارحم الراحمين

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ওয়াছছি’ আলা রিজক্বী, আল্লাহুম্মা আত্ত্বিফ আলা খালফাকা কামা.. ছুনতা ওয়াজহী আনিছ ছুজূদি লিগাইরিকা ফাছুনহু আনিছ ছুআলি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহেমীন।



যে ব্যক্তি নিম্মোক্ত দুআ পাঁচ ওয়াক্ত নামাযের পর পড়বে। বিশেষ করে জুমআর নামাযের পর, সে সব প্রকার পেরেশানী, বিপদ-আপদ থেকে নিরাপত থাকবে ইনশাআল্লাহ। দুশমনের দুশমনি থেকে হেফাযত থাকবে ইনশাআল্লাহ। আর এ দুআর ফলে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিযিক দিবেন যার সে কল্পনাও করেনি। এমন পরিমাণ রিযিক দিবেন, যার সে আশাও করেনি ইনশাআল্লাহ।

নিয়মিত উক্ত দুআ পড়লে ঋণ আদায় হয় ইনশাআল্লাহ।

দুআটি হল,

يا الله يا أحد يا واحد يا موجود يا جواد يا باسط يا كريم يا وهاب يا ذا القوة يا غنى يا مغنى يا فتاح يا رزاق يا عليم يا حكيم يا حى يا قيوم يا رحمن يا رحيم يا بديع السموات و الأرض يا ذا الجلال و الأكرام يا حنان يا منان انفحن منك بنفحة خير تغنينى بها عمن سواك ان تستفتحوا فقد جاءكم الفتح“ انا فتحنا لك فتحا مبنا“ نصر من الله و فتح قريب“ اللهم يا غنى يا حميد يا مبدىء يا معيد يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد اكفنى بحلالك عن حرامك و أغننى بفضلك عمن سواك و احفظنى بما حفظت به الذكر و انصرنى بما نصرت به الرسل انك على كل شىء قدير

বাংলা উচ্চারণঃ ইয়া আল্লাহু, ইয়া আহাদু, ইয়া ওয়া..হিদু, ইয়া মওজূদু, ইয়া যাওয়াদু, ইয়া বাছিতু, ইয়া কারীমু, ইয়া ওয়াহহাবু, ইয়া জাতত্বয়ীলু, ইয়া গনিয়্যু, ইয়া মুগনিয়ু, ইয়া ফাত্তাহু, ইয়া রাজ্জাকু, ইয়া আলীমু, ইয়া হাকীমু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যূসম ইয়া রাহমানু, ইয়া রাহীমু, ইয়া বাদীয়ুছ ছামাওয়াতি ওয়ালআরদ্বি, ইয়া জালজালালি ওয়ালইকরাম, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, আনফিহনী মিনকা বিনাফহাতি খাইরি, তুগনী..নীবিহা.. আম্মান ছিওয়াকা ইন তাছতাফতিহু ফাক্বাদ জাআকুমুল ফাতহু, ইন্না ফাতাহনা.. লাকা ফাতহাম মুবীনা। নাছরুম মিনাল্লাহ ওয়াফাতহুন ক্বরীব। আল্লাহুম্মা ইয়া গনিয়্যু, ইয়া হামীদু, ইয়া মুবদিয়ু, ইয়া মুয়ীদু, ইয়া ওয়াদূদু, ইয়া জালআরশিল মাজীদু, ইয়া ফাঅআলুল লিমা ইরীদু, ইকফীনী বিহালালিকা আন হারামিকা, ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান ছিওয়াকা, ওয়াহফাজনী বিমা হাফিজতাবিহীজি জিকরু ওয়ানছুরনী বি মা নাছারতু বিহিররাছুলু ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। [আমালিয়্যাতে কাশ্মীরী]

আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ সমস্যা দূরিভূত হবে।

যদি দূরিভূত নাও হয়, তবু আশাহত হবেন না। মুমিন আশাহত হয় না। কারণ তার সকল সুখতো আখেরাতের জন্য বরাদ্দ। এ ক্ষণকালের জীবন যেভাবেই  হোক কেটে যাবে। আমাদের মূল আকাংখা হল, আখেরাত যেন সুন্দর। আখেরাতের জীবন যেন দুঃখ কষ্টহীন হয়। আরাম হয়। নসীব হয় সুখের জান্নাত। তাই হতাশ হবেন না। আল্লাহ তাআলা সহায়।
 
হে আল্লাহ আমাদের হালাল রিযিকের ফয়সালা করে দিন
   (আমীন)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: