বৃহস্পতিবার

বেটারহাফ_ফরেভার (পর্ব-০৪) একটি ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার (পর্ব-০৪)
একটি ইসলামিক গল্প

ইয়াদ:তোমার এক একটা মেসেজ তো দেখি রচনার সমান😖

সিনহা:হুম।এই রচনা টাই মাথাতে ঢুকাও ভালো ভাবে....কাজে আসতে পারে☺

ইয়াদ:পরে নেই ওয়েট......

তারপর ইয়াদ মেসেজটা পরে সিনহাকে রিপ্লাই দিল যে,,,

ইয়াদ:রাতারাতি চেঞ্জ হওয়া তো ইম্পসিবল বাবুই....আমাকে আস্তে আস্তে চেঞ্জ হতে দাও।এই দেখো,,,তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি প্রতিদিনই নামাজ পরি।যদিও ৫ ওয়াক্ত পরা হয়ে উঠে না।কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতেছি তো।আগে তো আমি মন চাইলে সপ্তাহে একদিন পরতাম নামাজ। আর এখন তো তাও রেগুলার পরি।আমি তো আরো চেঞ্জ হব।তোমাকে কাছে পেলেই আরো চেঞ্জ হব।আর দেখো বাবুই,,তোমাকে যদি আমি সত্যিই না লাভ করতাম তাহলে কি এত তাড়াতাড়ি ফ্যামিলিকে জানাতাম বল...!!??? আমার আগেও ২-৩ টা গার্লফ্রেন্ড ছিল।ওদের সাথে আমি টাইম পাসই করতাম শুধু।কারো ব্যাপারে এতটা সিরিয়াস হই নাই।কাউকে এইভাবে মনেও ধরে নাই।আমি ভাল হতে চাই সিনহা।প্লিজ বাবুই,,একটু বুঝার ট্রাই কর........আমাকে একটা সুযোগ দাও প্লিজ.....😞

সিনহা:আমি বুঝে কি করব...!!! পারলে এসব আমার বাবা-মাকে বুঝাও,তাদের এসব বল।আমার মাথা আপাতত কোনো কাজ করছে না।কি হচ্ছে না হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে।আমি যাই।আর আমাকে খুব দরকার না হলে মেসেজ করবে না।দরকার ছাড়া মেসেজ করলে ব্লক মারতে বাধ্য হব আমি......

এটা বলেই ইয়াদের কোনো রিপ্লাই না দেখেই সিনহা অফলাইন চলে গেল।খুব কান্না পাচ্ছে সিনহার।নিজের উপর রাগ লাগতেছে খুব।ইয়াদের প্রতি ওর মায়া ধরে গেছে।ইয়াদের কথাগুলোর কিছুটা যুক্তি আছে।ও সিরিয়াস না হলে এতটা পাগলামি করত না।কিন্তু ও কি আসলেই চেঞ্জ হতে পারবে আস্তে আস্তে...!!???
নাকি আবেগের বশে ও সব কিছু পারবে বলছে...!!???
উফফফফ.....!!!! সিনহা আর নিতে পারতেছে না....!!!! এসব ভাবার একদম দরকার নেই....!!! যা ভাবার বাবা-মা ভাববে....।।

ওদিকে ইয়াদ ভাবতেছে যে,,,সিনহার এক্সপেকটেশন অনেক বেশি।ও এত্ত ইসলামিক ছেলে চায়...!!! আমি তো ওর চাওয়ার মধ্যে কোনোভাবেই পরি না।আমি তো বললাম যে পারব আমি।আসলেই কি পারব আমি...!!!
নাহ..!!! এত কিছু ভাবলে চলবে না।সিনহা আমার কাছে আসলেই আমি ভাল হতে পারব।ও আমাকে দরকার পরলে শাসন করে ভাল বানাবে।তবুও ওকে আমার চাই....😍

ওদিকে ইয়াদের বাবা-মা দুজনেই সিনহার বাবা-মা এর সাথে কথা বলে।সিনহার বাবা-মা কোনোভাবেই রাজি না।সিনহার বাবা ইয়াদের বাবাকে বলে যে,,,

সিনহার বাবা:আচ্ছা ভাই,,নরমালি কোনো ধনী ঘরের মেয়েকে কি গরিব ঘরে বিয়ে দেয় এই আশায় যে নেক্সটে তারা ধনী হতে পারে...!!???

ইয়াদের বাবা:না ভাই,,,নরমালি তো এমনটা হয় না.....

সিনহার বাবা:তাহলে আমি কেন আমার মেয়েকে এমন নন-ইসলামিক ছেলের কাছে বিয়ে দেব নেক্সটে ইসলামিক হবে এই আশায়...!!!????

ইয়াদের বাবা:ভাই,,,আমার ছেলেটা মাথা পাগল করে ফেলছে আপনার মেয়ের জন্য...!!! ও তো বলতেছে ও চেঞ্জ হবে।ইসলামিক হবে।ওকে তো একটু টাইম দেয়া লাগবে তাই না....???

সিনহার বাবা:সেটা না হয় দেয়া যাবে.... আচ্ছা,,,ওকে ৬ মাস টাইম দিলাম আমি।এই ৬ মাসে ও কতটুক চেঞ্জ হতে পারে সেইটার উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নেব.....

ইয়াদের বাবা:আচ্ছা ভাই,,,আমি ওকে বলে দেব নি এইটা.....

২ বাবা কথা বলা শেষ করে এটাই ডিসিশন নিলেন যে,৬ মাস পর ইয়াদের পরিবর্তনের উপর ডিপেন্ড করে ফাইনাল ডিসিশন নেবে।আর দুই বাবা দুই পক্ষকে এই ডিসিশন জানিয়ে দিলেন......
সবাই হাসি মুখে সিদ্ধান্ত মেনে নিলেন💜

এদিকে ইয়াদ খুশিতে সিনহাকে মেসেজ করল,,,

ইয়াদ:কিছু কথা আছে বাবুই।ইম্পর্ট্যান্ট কথা....😍

সিনহা:কি কথা...????

ইয়াদ:বাবুই,,,ডিসিশন তো শুনছই...তুমি এই ৬ মাস আমার পাশে থেকো প্লিজ।তুমি পাশে না থাকলে আমি যে হেরে যাব...!!!

সিনহা:আল্লাহ মাফ কর.....কি বলছ এসব...!!! আমি পাশে না থাকলে হারবে কেন বলছ...!!???  আল্লাহ পাশে না থাকলে হেরে যাবা।এখানে তোমার আল্লাহকে পাশে চাইতে হবে। আমাকে না।আর এভাবে বলবা না কখনো। এটা কিন্তু শির্কের মধ্যে পরে যেতে পারে.....!!!

ইয়াদ:শির্ক মানে.....!!???

সিনহা:তুমি এটাও জানো না...!!!???

ইয়াদ:জানি না বাবুই।জানিয়ে দাও তুমি😔

সিনহা:আল্লাহর সাথে অন্যকিছুকে অংশীদার করাই শির্ক।এই সিম্পল জিনিষ টাও জানো না...!!???

ইয়াদ:আমি যে কিচ্ছু জানি না ইসলাম সম্পর্কে বাবুই😔

সিনহা:যাই হোক,,,এখন থেকে নিয়মিত ইসলামিক স্ট্যাডি করবে।একদম নিয়মিত। প্রতিদিন ১ ঘন্টা করে নিয়মিত ভাল কোনো ইসলামিক বক্তার লেকচার শুনবা আর ৩০ মিনিট করে সহিহ হাদিসের বই পরবা.......

ইয়াদ:সেটা না হয় করলাম।কিন্তু,,,তুমি আমাকে উতসাহ না দিয়ে করালে যে কিছুই করতে ইচ্ছে করবে না.....😒

সিনহা:মানে...!!

ইয়াদ:তুমি আমার সাথে এমনি কথা না বললা।কিন্তু,,,কখন কি করতে হবে সেটা বলে দিয়ো প্রতিদিন প্লিজ।একটু শাসন কইর আমাকে।তোমার শাসন গুলো যে আমার কাছে কত ভাল্লাগে সেটা বুঝাতে পারব না।তোমার শাসন গুলো মধুর মত সিনহা।সেই মিষ্টি শাসন পেলে ইজিলি আমি এসব কাজ করতে পারব....

সিনহা:😐😐😐

ইয়াদ:বাবুই,,প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সময় আমাকে মেসেজ করে নামাজ পরতে যেতে বলবা।লেকচার শুনার সময় হলে তুমি আমাকে মনে করিয়ে দিবা।হাদিস পড়ার সময় হলে সেটাও তুমি মনে করিয়ে দিবা....।।দেখবা,,আমি সব করে ফেলছি।প্লিজ বাবুই....

সিনহা:কিন্তু ইয়াদ,,,এভাবে নতুন করে আরো ফিতনা শুরু হবে....!!!

ইয়াদ:আমি কিচ্ছু জানি না।খুব বেশি কিছু চাই নাই তোমার কাছে যে তুমি দিবা না।দেয়ার মত কিছুই চেয়েছি।প্লিজ সিনহা।না কইর না।রিকুয়েস্ট....

সিনহা:ওকে,,,জাস্ট এইটুকুই।আর একটা কথা,,, আমার নাম আছে একটা। নাম বাদ দিয়ে বাবুই টাবুই তোমাকে বলতে হবে না।এসব আদরের নাম ধরে বিয়ের পর ডাকবা।বিয়ের আগে না।মনে যেন থাকে.....

ইয়াদ:ওকে বাবুই😘

সিনহা: আবার বাবুই😡

ইয়াদ:অহ সরি,,,খেয়ালই নাই😁😁

সিনহা:ইটস ওকে.....

ইয়াদ মনে মনে অনেক খুশি....!!! সিনহার সাথে প্রতিদিন যে এই একটু আকটু কথা বলবে এটা ভেবেই যে অনেক খুশি...!!!
এইটুকুই যেন ওর জিতে যাওয়ার মনোবল হাজার গুন বাড়িয়ে দিয়েছে...!!!
হ্যা,,ও পারবে....ও পারবেই সিনহাকে জিতে নিতে ইন শা আল্লাহ 😍😍

keyword
ইসলামিক গল্প,
  ইসলামিক ঘটনা,
ইসলামিক শিক্ষানীয় গল্প,
ইসলামিক ইতিহাস,
bangla islamic story
Islamic story bangla 2018
ইসলামিক গল্প ২০১৮


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: