#বেটারহাফ_ফরেভার (পর্ব-০৩)
#একটি ইসলামিক গল্প
ছেলের জেদের কাছে হার মেনে সিনহার মাকে কল দেয় ইয়াদের মা.....!!!
ইয়াদের মা:আসসালামু আলাইকুম ভাবি....
সিনহার মা:ওয়া আলাইকুমুস সালাম....কে বলছেন...???
-আমি ইয়াদের মা।আসলে আমার ছেলে ইয়াদ আপনার মেয়েকে অনেক পছন্দ করে।আর বিয়েও করতে চায়........*******
প্রায় ১ ঘন্টার মত ফোনে কথা বলেন উনারা....!!! তবে,ইয়াদের মায়ের সাথে কথা বলে সিনহার মায়ের ভাল লাগে না।কারন,সিনহা+সিনহার ফ্যামিলি পুরোটাই ইসলামিক...। আর অদিকে ইয়াদ+ইয়াদের ফ্যামিলি পুরোটাই নন-ইসলামিক...!!!
সিনহার মা ইয়াদের মায়ের সাথে কথা বলে জানতে পারল যে,ইয়াদ+ইয়াদের ফ্যামিলির কেউ নামাজ টা পর্যন্ত পরে না...!!!
এখানে উনার সবচেয়ে বেশি আপত্তি...!!! সিনহা বা ইয়াদের কারোরই বাবা এখনো ব্যাপারটা জানে না।মা পর্যন্তই সীমাবদ্ধ আছে।তো,সিনহার মা সিনহাকে ডেকে বললেন যে,,,
মা:দেখ,,,ছেলেটা তোকে পছন্দ করে ভাল কথা।কিন্তু ও বা ওর ফ্যামিলির কেউ তো নামাজ টা পর্যন্ত পরে না...!!! কিভাবে ওকে নিয়ে সংসার করবি....!!! আর হাদিস-কুরআন মোতাবেক এই বিয়েটাও তো জায়েজ হবে না কারন,, তুই নামাজী আর ও বেনামাজি...!!!
সিনহা:হুম মা,,বুঝতে পারছি😞😞😞
মা:ওর চিন্তা ভাবনা বাদ দে।ওর সাথে একদম কন্টাক্ট করবি না।ওকে..???
সিনহা:আচ্ছা মা😞
সিনহার মা এই প্রপোজাল একদম।একসেপ্ট করতে পারতেছে না।রাতে সিনহার বাবার কাছে সিনহার মা আজ সবটা খুলে বল।বাবাও অমত...!!!
এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে উনি জাহান্নামি হতে পারবেন না।মেয়েকে সুপাত্রের হাতে তুলে না দিলে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে.....
ওদিকে সিনহা ইয়াদের মেসেজের রিপ্লাই দিচ্ছে না...!!! ইয়াদ তো পাগলের মত হয়ে যাচ্ছে...!!! রিপ্লাই না দেয়ার কারন কি...!!! ও মেসেজের উপর মেসেজ দিয়েই যাচ্ছে...!!!
একসময় সিনহা রিপ্লাই দিল....💜
সিনহা:দেখো ইয়াদ,,এই বিয়ে করা আমার পক্ষে পসিবল না।আমার ফ্যামিলিও এটা মানতে পারবে না।তুমি+তোমার ফ্যামিলি নন-ইসলামিক।তোমরা নামাজ টা পর্যন্ত পড় না...!!! কিভাবে সম্ভব তোমাকে বিয়ে করা...!!! আমি আমার কুয়ালিটির কাউকে বিয়ে করে নেব ইন শা আল্লাহহ....তুমিও তোমার কুয়ালিটির কাউকে বিয়ে করে নিয়ো...!!! আল্লাহ হাফেজ......
সিনহার রিপ্লাই দেখে ইয়াদের মাথা আরো খারাপ হয়ে গেল...!!! ইয়াদ রিপ্লাই দিল.....
ইয়াদ:বাবুই,,,তোমার জন্য আমি সব করতে পারব।যদি বল আমার জান দিয়ে দিতে তাও পারব।প্লিজ তুমি আমাকে দূরে ঠেলে দিয়ো না।তুমি আমাকে বিয়ের পর তোমার মনের মত ইসলামিক বানিয়ে নিয়ো প্লিজ😭....তবুও এভাবে বইল না বাবুই.....তোমাকে না পেলে আমি আমার পক্ষে বেচে থাকা পসিবল না বাবুই।সত্যি মরে যাব আমি😭
সিনহা:হাহাহা...!!! ইয়াদ....!!! আবেগ দিয়ে লাইফ চলে না।তোমার সাথে রিলেশন আমার এত গভীরেও যায় নাই যে আমার জন্য তুমি মরে যাবা☺
ইয়াদ:তোমাক জন্য নিজেকে কেন এত পাগল পাগল লাগে জানি না।তবে এইটুকুই জানি যে,সত্যি মরে যাব তোমাকে না পেলে.....
সিনহা:মরে যাওয়া লাগবে না।পারো তো ইসলামিক হয়ে দ্যান আইসো।নামাজ-কালাম পড়, ইসলামিক স্ট্যাডি কর,হালাল-হারাম মানো।যদি পারো এসব তাহলে হয়ত আমার ফ্যামিলি রাজি হতে পারে....
ইয়াদ:পারব আমি সিনহা.....
সিনহা:ইয়াদ,,,এটা কিন্তু সুইসাইড করার চেয়েও কঠিন কাজ☺
ইয়াদ :মানে...!!???
সিনহা:মানে হল,,,ইসলামিক হতে গেলে তোমাকে অনেক প্রব্লেম ফেস করতে হবে।আশেপাশের লোকদের অনেক বাজে মন্তব্য শুনতে হবে।ওগুলা যখন শুনবে তখন মনে হবে যে এটার চেয়ে মরনই ভাল...!!! তাই এটা বললাম...☺
ইয়াদ:আমি সব পারব সিনহা.....সব পারব....😞
সিনহা:কেমন ছেলেকে আমি বর হিসেবে চাই জানো...!!???
মুখে দাড়ি, গায়ে সুন্নতি লেবাস,ভেতরে ইসলামিক জ্ঞান।
জানো,,আগে কি স্বপ্ন দেখতাম আমার বরকে নিয়ে...???
স্বপ্ন দেখতাম,,,সে বাসর রাতে আমার হাত ধরে বলবে,সিনহা,,, তোমাকে নিয়ে একসাথে আমি জান্নাতে থাকতে চাই।তুমি জান্নাতের পথে যেতে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য কইরো প্লিজ।
সে আমাকে কোনো একটা ইসলামিক কাজ করতে বললে আমি ইচ্ছে করেই একটু তেরামি করতাম।দ্যান সে আমাকে তার বুকে নিয়ে আদর করে বুঝিয়ে বুঝিয়ে বলত যে,এটা করলে আল্লাহ এত সওয়াব দিবেন।এটার এত ফজিলত অতো ফজিলত etc etc etc......
তুমি যদি এটা না করতে চাও তাহলে আমরা জান্নাতে যাবো কি করে...!!??? আমাদের তো জান্নাতে যেতে হবে তাই না....??? জান্নাতে যাওয়া কি এত সহজ বল...??? এটার জন্য কষ্ট করতে হবে না...??? দুনিয়ার একটু কষ্টের বিনিময়ে যদি জান্নাত পাই তাহলে খারাপ কোথায় বল...???
অনেক সুন্দর করে আদর করে আমাকে বুঝিয়ে বলত এসব। এভাবে উতসাহ দিয়ে আমাকে ইসলামিক কাজ গুলো করাত।
কোনো কাজিনদের সামনেও যদি মুখ খুলতাম তাহলেও সে মুখ ফুলিয়ে বসে থাকত।আমাকে একটু ধমকের সুরে বলত,,,জাহান্নামে যাওয়ার খুব ইচ্ছে তাই না...??
তার কথা শুনে আমি অবাক হতাম।জিজ্ঞেস করতাম আমি ভুল করলাম কই...???
সে আমাকে বলত,,তুমি তোমার কাজিন ইভেন,আপন মামা, চাচা ছাড়া অন্য কারো সামনে মুখ বের করবে না।তাদের সাথে দরকার ছাড়া কোনো কথা বলবে না।তোমাকে আমি একদম পর্দানশীন মেয়ে হিসেবে দেখতে চাই।যে শুধু বাহ্যিক পর্দাই করে না।বরং অভ্যন্তরীণ পর্দাও করে।
তার এসব কথা শুনে খুশিতে চোখে পানি চলে আসত আমার।হুম,,আমি তো এমন বরই চেয়েছিলাম।যে আমার জান্নাতের যাওয়ার জন্য সহায়ক হবে😍
সে আমাকে ছুটির দিনে কখনো কখনো বাইরে ঘুরতে নিয়ে যেতো।বাইরে যাওয়ার সময় সে চোখটা পর্যন্ত ঢাকতে বলত।বলত যে,আমি চাই না আমার বউয়ের চোখের উপর ক্রাশ খেয়েও কেউ ফিতনাতে পরুক। কখনো রেস্টুরেন্টে বসে তার সাথে খেতাম না।মাঝে মাঝে সে বাইরের খাবার গুলোই বাসায় কিনে নিয়ে আসত আমাকে খাওয়ানোর জন্য।
ফেবুতে আমার ফ্রেন্ডলিস্টে একটাও ছেলে রাখতে দিত না।ইভেন তার আপন ভাইকেও না।বলত যে,ছেলে থাকলেই ফিতনা সৃষ্টি হবে।আমি চাই না তুমি ফিতনাতে পর😍
তার ফ্যামিলি,রিলেটিভরা ইসলামিক না হলে সে সবসময় তাদের ইসলামের পথে আনার চেষ্টা করত।তারা আমাকে কোনোভাবে আল্লাহর ইবাদত করায় বাধা সৃষ্টি করলে সে আমাকে আমার পাশে থেকে সাপোর্ট দিত।
এই রকম একটা বর চাইতাম আমি☺
জানো,,আমার মনের ঘরে এখনো এমন কেউ বসবাস করে....😍
এখনো এমন কাউকেই চাই।যাকে পেলে জান্নাতে যাওয়া সহজ হবে....
এমন অবশ্য আজকাল পাওয়া অনেক টাফ।এইসব কিছু আমার স্বপ্ন।এসবের বাস্তবতা চাই আমি।চাই না আমার স্বপ্নটা স্বপ্নতেই স্টোপ থাক।চাই,বাস্তব হোক আমার স্বপ্ন।
তাই এই প্রতিটা মুহুর্ত আল্লাহর কাছে দুয়া করব আমার এই স্বপ্নটা বাস্তবে পরিণত হোক.......
আল্লাহ চাইলে যে সব সম্ভব ☺
ইয়াদ:হুমমম☺☺☺
সিনহা:ইয়াদ,,,একটা জিনিষ দেখছ...???
আমার স্বপ্নের সেই ছেলেটার সাথে তোমার কিন্তু এতটুকুও মিল নেই।তুমি তার একদম বিপরীত।
আল্লাহ চাইলে,তুমি সেরকমই হতে পারবে যেমনটা আমি চাই।
ইয়াদ,সামনে রমজান মাস।এই রমজান টা তোমার জন্য পারফেক্ট একটা সময় নিজেকে শুধরে নেয়ার।
নিজেকে একদম চেঞ্জ করে ফেলার পারফেক্ট একটা সময় ইয়াদ....।।আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে অতীতের সব গুনাহর জন্য ক্ষমা চাও।আল্লাহর কাছে হেদায়েত চাও।আল্লাহ দিবেন।
মনে রেখো,,আল্লাহ তোমাকে হেদায়েত না দিলে তুমি কিন্তু কখনোই চেঞ্জ হতে পারবে না।
সো ইয়াদ,,আল্লাহর কাছে হেদায়েত চাও প্লিজ।আল্লাহকে বল তোমাকে ভালো বানিয়ে দিতে।ধার্মিক বানিয়ে দিতে।
আল্লাহকে ভালোবাসার চেষ্টা কর ইয়াদ।তুমি আমাকে বল যে,আমাকে ভালোবেসে আমার জন্য সব করতে পারবে তুমি।কিন্তু,একটা জিনিষ দেখো,,,
কখনো কি আল্লাহকে বলেছ,আল্লাহ তোমাকে ভালোবেসে সব করতে পারব আমি....কখনো বলছ...???
বল নাই......
তার মানে কি আমার চেয়ে আল্লাহকে কম ভালোবাসো তুমি...!!???
ইয়াদ,তোমাকে কিভাবে বুঝাবো জানি না....জানি,, আমার এসব কথা গুলো বিরক্ত লাগে তোমার কাছে। ফানি মনে হয় আমার কথা গুলো।কিন্তু না বলেও যে উপায় নেই।তোমার ভিতর আল্লাহ কবে বুঝ ঢুকাবে জানি না।
কবে তুমি রিয়াল ইসলামিক & আমার মনের মত ছেলে হতে পারবে জানো ...???
*যেদিন তোমার মনে হবে বিয়ের আগে সিনহার সাথেও কথা বলা আমার জন্য হারাম।
*কোনো মেয়ের সাথে নরম সুরে কথা বলা আমার জন্য হারাম
*যেদিন তোমার মনে হবে,ভাবিদের সাথে ঠাট্টা মশকরা করাও আমার হারাম
*ফেবুতে ফ্রেন্ডলিস্টে মেয়ে রাখা আমার জন্য হারাম
*অশ্লীল ভাষায় বকাবকি আমার জন্য হারাম
*যেদিন এক ওয়াক্ত নামাজ কাজা করলে তোমার বুকটা কান্নায় ফেটে আসবে
*সুন্নতি লেবাশ দেখলে যেদিন আনন্দ লাগবে তোমার।
*গান শুনলে যেদিন অসহ্য লাগবে তোমার
*সময় পেলেই ইসলামিক বইয়ের মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করবে যেদিন
*ইসলামিক জ্ঞান অর্জন করা তোমার নেশা হয়ে যাবে যেদিন
*নামাজে দারালে মনের অজান্তেই অতিতের গুনাহর জন্য যেদিন কান্না আসবে তোমার.....
*পরিক্ষায় ফেল করার পরও মনে হতাশা আসবে না যেদিন
*কখনো কোনো কাজে ব্যর্থ হলেও আল্লাহর উপর,নিজের ভাগ্যর উপর সন্তুষ্ট থাকতে পারবে যেদিন
সেদিন তুমি আল্লাহর খাটি বান্দা,ধার্মিক একটা ছেলে হতে পারবে,,,
সেদিন তুমি আমার মনের মত হতে পারবে....
ইয়াদ,,,আমি জানি আল্লাহ চাইলে তুমি এমন হতে পারবে।আল্লাহর সাহায্যই যথেষ্ট এসবের জন্য।সাহায্য চাও আল্লাহর কাছে প্লিজ.......
ইয়াদ,,,আল্লাহর কাছে আমি সরাসরি তোমাকে চাইবো না।আমার মনের মত ছেলেটাকেই চাইবো।
আর সাথে এটাও চাইবো যে,আল্লাহ যেন তোমাকে আমার মনের মত ছেলে হিসেবে গড়ে তুলে আমার বর বানিয়ে দেয়।
যাতে তোমার সাথে এইকাল&অইকাল ; দুইকালেই থাকতে পারি.......#বেটারহাফ_ফরেভার☺
ইয়াদ,ট্রাই কর প্লিজ....আমার জন্য না।আল্লাহর জন্য নিজেকে চেঞ্জ কর।দেখবে,আল্লাহ তোমার সব নেক আশা পূরণ করে দেবে...
পারবে না ভেবে সব কিছুকে ছেড়ে দিয়ো না।কনফিডেন্স রাখো।আল্লাহ তোমার সাথে থাকবে......
আল্লাহর উপর ভরসা হারাইয়ো না......সবসময় মনে রাখবে যে,তুমি পারবে......
এই সামনের রমজান মাস টাতে নিজেকে শুধরে নাও ইয়াদ।কান্নাকাটি করে ক্ষমা চাও আল্লাহর কাছে।তওবা কর...
আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যে,মাত্র জন্ম নেয়া শিশুর মত নিষ্পাপ বানিয়ে দিবেন আল্লাহ তোমাকে।
প্লিজ,,,
শুধরে নাও নিজেকে,,,
আমার মনের মত ছেলে হিসেবে, আমার এইকাল,অইকালের সংগি হিসেবে আমি তোমাকে দেখতে চাই ইয়াদ.....
প্লিজ😞😞😞😞
0 coment rios: