বৃহস্পতিবার

#বেটারহাফ_ফরেভার (পর্ব-০২) | - একটি নতুন ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার (পর্ব-০২)
একটি নতুন ইসলামিক গল্প

সিনহার মেজাজটা এইবার সেই লেভেলের খারাপ হল।বাট মুখে কিছু বলল না।শুধু মুচকি হাসি দিয়ে ফোনটা নিল।তারপর বাসায় গিয়ে সবগুলা রিকুয়েস্ট ক্যানসেল করে দিল।যত্তসব....!!!

এভাবে চলতে থাকে কিছুদিন।ওরা দুজন মুটামুটি ক্লোজ হয়ে যায়।তএকদিন বিকেল বেলায় জিনিয়া ফোন দেয় সিনকেট.....

জিনিয়া:হ্যালো দোস্ত,,,

সিনহা:আসসালামু আলাইকুম

জিনিয়া:ওয়া আলাইকুম আসসালাম।শোন,,

সিনহা:হুম।বল.....

জিনিয়া:আরে,,তোরে একজন মেসেঞ্জারে নক দিতে দিতে মরল...!!! তুই একসেপ্ট করিস না কেন...!!???

সিনহা:কার কথা বলছিস....??

জিনিয়া:ছেলেটার নাম ইয়াদ।আমাদের ডিপার্টমেন্টেই পড়ে। বাট অন্য ভার্সিটিতে।ওর কাছে তোর কথা বলার পর তো পাগল হয়ে গেছে তোর সাথে কন্টাক্ট করার জন্য...!!!

সিনহা:মানে কি জিনিয়া...!!??? আমি কোনো ছেলের  রিকুয়েস্ট একসেপ্ট করতে পারব না।

জিনিয়া:প্লিজ দোস্ত...!!! দেখ,,ছেলেটা মা শা আল্লাহ অনেক কিউট,আর ফ্যামিলির বেকগ্রাউন্ডও ভাল....কথা বলে দেখ,,ভাল লাগবে।আর ভাল না লাগলে বাদ দিয়ে দিবি....প্লিজ দোস্ত

সিনহা:আজিব তো...!!! কি মিন করতেছিস তুই...!!???

জিনিয়া:আমি কিচ্ছু জানি না।ইয়াদ আমার মাথা খাচ্ছে এখন।তুই ওকে যা বলার বলে দে....বাই.....

জিনিয়া সিনহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল।সিনহা মেসেঞ্জারে ঢুকে দেখে ইয়াদ নামে একটা ছেলের আইডি থেকে ৫৩ টা মেসেজ...!!!
সবগুলা মেসেজেই মেসেজ রিকুয়েস্ট একসেপ্ট করার কথা বলা হয়েছে।একটু কথা বলার আকুতি জানানো হয়েছে.....
সাত-পাচ না ভেবেই সিনহা রিকুয়েস্ট একসেপ্ট করল।সিনহার লাইফের মোড় টা এখানেই ঘুরে গেল...!!!
যে মেয়ে দরকার ছাড়া কোনো ছেলের সাথে চ্যাট করে না সেই মেয়ে এই ছেলের খপ্পরে পরে চ্যাট শুরু করে দিল...!!! প্রথম দিকে একটু ইগনোর করত ইয়াদকে।বাট ২-৪ দিন পর দেখা গেল সিনহা নিজে থেকেই ইয়াদকে নক দিচ্ছে....!!!
নিজের প্রতি নিজেই অবাক হয়ে গেল সিনহা...!!!
ইয়াদ তখনও সিনহাকে প্রপোজ করে নি।তার ২ দিন পর কথায় কথায় একসময় মিট করার কথা বলে সিনহাকে....!!!
সিনহাও রাজি হয়ে যায়...!!!
কোনো এক পার্কে মিট করে ইয়াদের সাথে।আর ইয়াদ অইদিনই প্রপোজ করে সিনহাকে...!!!
যদিও সিনহা জানত যে ইয়াদ ওকে প্রপোজ করবে....।।।
তো,যাই হোক,,,
সিনহার প্রপোজাল একসেপ্ট করার কোনো ইচ্ছেই ছিল না।কারণ সে জানত যে,তার পক্ষে এমন মডার্ন ছেলে বিয়ে করা পসিবল না।আর ইয়াদ যদিও আবেগের বশে প্রপোজ করেছে;আবেগ টা তো আর বেশি দিন থাকবে না।ইয়াদ জানে,,সিনহা ইসলামিক মেয়ে।তার সাথে সিনহাকে মানাবে না।তারপরও সে আবেগের বশে প্রপোজ করে...!!!

সিনহা:আমার পক্ষে পসিবল না ইয়াদ....

ইয়াদ:কেন পসিবল না...!!! তুমি ইসলামিক, ইসলাম মানো।আমরাও মানি....আর তাছাড়া,জিনিয়ার কাছে তোমার কথা শোনার পরই তোমাকে ভালোবেসে ফেলেছি।আমার আম্মুকেও বলেছি তোমার কথা.....

সিনহা:যত যাই হোক,রিলেশনে জড়াতে পারব না আমি।আর তাছাড়া,আমাকে বাসা থেকে এখনই বিয়ে দেবে।আর তুমি এখনো স্টুডেন্ট। তুমি আমার বাসায় বিয়ের প্রপোজাল দিলেও সেটা তারা একসেপ্ট করবে না।সো,প্লিজ...এসব ব্যাপারে আমাকে আর জোর করবে না.....

ইয়াদ:সিনহা,,বুঝার চেষ্টা কর।আমি সত্যিই অনেক লাভ করি তোমাকে।তোমার জন্য সব করতে পারব...!!!

সিনহা:সিনেমা না এইটা।আসলে,তোমার মেসেজ রিকুয়েস্ট টা একসেপ্ট করে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল ছিল...!!!

ইয়াদ:মানে...!!!

সিনহা:আমি এসব প্রপোজাল একসেপ্ট করতে পারব না....পারলে বাসায় বিয়ের প্রস্তাব দাও।তারা একসেপ্ট করলে আমার আপত্তি নাই.....

ইয়াদ:আচ্ছা,,আমি তাই করব...☺

সিনহা:মানেহ....!!???

ইয়াদ:শুধু একটা রিকুয়েস্ট,,, বিয়েতে তুমি অমত কর না......

সিনহা:ইয়াদ...!!! আমি ইসলামিক ছেলে ছাড়া বিয়ে করব না।বুঝার চেষ্টা কর...!!

ইয়াদ:আমি যদি ইসলামিক হই,তোমার মনের মত হই তো আমাকে বিয়ে করতে প্রব্লেম কি..???

সিনহা:ইসলামিক হওয়া এত সহজ না ইয়াদ।আমাকে যেতে দাও....

সিনহা আর এক মুহুর্ত যেখানে না দাঁড়িয়ে চলে গেল সেখান থেকে...।।
নিজের উপর নিজেরই খুব রাগ লাগতেছে সিনহার।কি দরকার ছিল মেসেজ রিকুয়েস্ট একসেপ্ট করার...!!! আর কেনই বা ও কথা বলতে গেছিল...!!!
ও কোনো যুক্তিই খুজে পাচ্ছে  না।ও তো ইয়াদকে এটা বুঝানোর জন্য রিকুয়েস্ট একসেপ্ট করছিল যে,ও প্রেম করার মত মেয়ে না...!!!
হুররর...!!! এটা কোনো কথা হল নাকি..!!! এই কথার কোনো যুক্তি আছে...!!!
কি দরকার ছিল ইয়াদকে এটা বুঝানোর.....!!!
নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করতেছে সিনহার...!!!সবকিছু কেমন যেন রাতারাতি হয়ে যাচ্ছে....!!! মাথায় কিছু আসছে না সিনহার....!!!
ও আর এক মুহুর্ত দেড়ি না করে সব ব্যাপার ওর মাকে খুলে বলল...!!!
ওদিকে ইয়াদ ওর মায়ের কাছে গিয়ে বলছে যে,,,

ইয়াদ:আম্মু,আমি বিয়ে করব☺

আম্মু:কিহহহ...!!! মাথা ঠিক আছে তোর...!!!

ইয়াদ:হ্যা আম্মু।ঠিক আছে।আর আমি সিনহাকে বিয়ে করতে চাই।তোমরা ওর বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাও।আর খুব তাড়াতাড়ি.....

আম্মু:তোর কাছে এখন মেয়ে দেবে কে...!!??? কামাই রোজগার করিস..!!??? আর এখন বিয়ে করলে ক্যারিয়ার গড়বি কিভাবে...!!!??? এসব চিন্তা মাথা থেকে নামা😡

ইয়াদ:আমি কিচ্ছু শুনতে চাই না।সিনহাকে বিয়ে আমি এখনই করব।কিভাবে করব তা তোমরা জানো...

আম্মু:মানে কি হ্যা..??? 😡

ইয়াদ:এত মানে মানে কইর না তো😡

এটা বলেই ইয়াদ সেখান থেকে চলে গেল...!!! বাড়ির ছোট ছেলে ইয়াদ।ছোট বেলা থেকেই একটু জেদি টাইপের।বাবা-মা ছেলের জেদ পূরন করতে বাধ্য থেকেছে সবসময়।বড় ছেলে ইফান এখনো বিয়ে করে নি।এই অবস্থায় ইয়াদকে কিভাবে বিয়ের করাবে এইটাই চিন্তার বিষয়...!!!


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: