সোমবার

#সবর, শেষ পর্ব

#সবর, শেষ পর্ব
এরপর নাহিন চলে গেলো তার রুমে:
সন্ধ্যা ৬টা,
নিতু এখনো আসেনি
আজ তার একদিন কি আমার একদিন নাহিন রাগে গজ গজ করে বলতে লাগলো

সন্ধ্যা ৬.৩০-
নিতু আসলো তার দুই বন্ধু আর বান্ধবিকে নিয়ে।
নিতুর সাথে পরপুরুষ দেখে শ্বাশুড়ি মার চোখ চড়কগাছ।
মনে মনে নাহিনের রাগ হলেও সামাজিকতা বজায় রাখতে তাদের আপ্যায়ন করে।
তারা চলে গেলে নাহিন রুমে গিয়ে বলে
-ফাহাদ ভাইয়ের সাথে তোমাকে ওইদিন ফোনেও কথা বলতে নিষেধ করেছি।তার মধ্যে তুমি আজ আরো বাসায় আনলে।এত বড় কথার অমান্যতা?তোমার কমন সেন্স নাই?মা বাবা দেখলে কি ভাববে সেটাও তোমার বিবেকে নেই?

(এক নাগাড়ে বলে গেলো নাহিন)
-আসলে আসার কোন কথা ছিলনা ফিরার সময় হঠাৎ মাহি বললো আজ তোর শ্বশুড় বাড়ি যাবো।ফাহাদ ভাই ও আসতে বললো তাই আর নিষেধ করতে পারিনি।আর তোমার এত রাগ করার কি আছে?ফাহাদ তো তোমার বন্ধু।
-আমার বন্ধু বলে তুমি যা ইচ্ছা তা করবা?
-যা ইচ্ছা কি করলাম ওরা আসতে চায়লো তাই আনলাম।আর এখানে এত রাগ করার কি আছে?
-আসলে নিতু তুমি বুঝতে চায়ছোনা যে আমাদের ফ্যামলির পরিবেশটা কি রকম।আমার বাবা মা কি করলে নারাজ হবে কি করলে খুশি হবে।
-আমার ইচ্ছার কি কোন দাম নেই?শুধু মা বাবা,মা বাবা।
-তোমার ইচ্ছার অমুল্য কেউ করেনি।তুমি নতুন এই ঘরে এসেছো। যদি প্রথম থেকেই মায়ের মন জয় করে নিতে তাহলে মা নিজেই তোমাকে ভার্সিটি যাওয়ার পার্মিশন দিত।
-মন জয় মানে কাজের মেয়ের মত খাটানো এই হলো কথা।
-আসলে যখন কেউ নতুন পরিবেশে আসে তখন নিজেকে একটু হলেও পরিবর্তন করে
আর তুমি ঘরের বউ হয়েও বিয়ের আগের মতই তুমি বেপোয়ারা রয়ে গেছো।
-ওহহ,বিয়ে করেছি বলে শ্বাশুড় বাড়ি পুজারী করতে পারবোনা আমি।আমার স্বাধীনতায় বাধা আসবে কেন?
-ওহহ,এই তোমার স্বাধীনতা?পর পুরুষকে ঘরে আনা?যখন তখন বেরিয়ে যাওয়া?বিয়ের আগে তোমাকে ছেলে ফ্রেন্ডের মিলামিশা দেখেও চুপ করে ছিলাম।তোমার স্বাধীনতায় বাধা দেয়নি।কোন অধিকার খাটায়নি।ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে।এখন মা বাবা আছে ঘরে, সমাজের মানুষ দেখবে।তাই স্বামির অধিকার করে নিষেধ করছি তাতেও তুমি নারাজ।
-তাহলে আমরা বাসায় চলে যায়, আসো।যেখানে সমাজ আর পরিবারের বাধা থাকবেনা।
-বাহহ,তুমি ভাবলে কি করে?আমার মা বাবা ছেড়ে আমি কোথাও যাবো?এখন আমি তোমাকে বাসায় নিয়ে যায় তারপর তুমি আরো স্বাধীনভাবে যখন তখন বন্ধু বান্ধব ঘরে নিয়ে আসো, আমাকে অমান্য করো।সে সুযোগ আমি দিবোনা।
এভাবে টানা ১ঘন্টা তাদের মাঝে বাক বিতন্ডা হয়।এক পর্যায়ে নিতু বলে।
-পরাধীনভাবে জিবন আমি করতে পারবোনা তোমাদের কথা মত উঠবস ও করতে পারবনা।আমি এখনি বাড়িতে চলে যাবো এবং তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবো।এই বলে নিতু ব্যাগ গুছাতে থাকে।
নাহিন ও রাগে চুপ হয়ে যায়।বাধাও দেয়না।
নিতু ব্যাগ নিয়ে বেরিয়ে যায়।
শ্বাশুড়ি-নাহিন তোর বউকে থামা। ও যেরকম বলছে সেরকম হবে।সব কাজ আমি করবো।তাও বউকে আটকা।
-না,মা ও কতটুক যেতে পারে আমি দেখে নিবো।চলে গেলে যাক।ও ডিভোর্স লেটার পাঠানোর আগেই আমি ওকে পাঠাবো।
-না নাহিন এটা করিসনা রাগের মাথায়।
-মেয়ে মানুষ হয়ে এত জেদি অবাধ্য।ওর ইচ্ছামত আমায় চলতে হবে আমিও ইঞ্জিনিয়ার।আমার সাথে লেখাপড়ার বাহাদুরি দেখায়।তিন মাসেই ওকে আমি আরেকটা বিয়ে করে দেখাবো। বউ যতই শিক্ষিতত হোক সব স্বামি চায় তার বউ তাকে মান্য করুক।
এই বলেই নাহিন ও বেরিয়ে গেলো।
শ্বশুড় আর শ্বাশুড়ি চেয়ে থাকে।
-দেখেছো??কত তফাৎ একঘরের দুজন বউয়ের মধ্যে।আসলে নরমের সাজা গরমের সালাম।
-মানে?
-তুমি আয়শাকে বেশি শাসন করোনা?তারপরো মেয়েটা যাওয়ার আগে সব কিছু রেডি করে গেছে।তারপরো মেয়েটা তোমার মন পায়না।তুমি আসলেই একটা বেইনসাফ।
এসব বলতে বলতেই দেখছে আয়শার শ্বাশুড়ির চোখ জলে চল চল করছে।
শ্বশুড় বুঝতে পারলো তার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে।তাই আর কথা বাড়ালোনা।
-আসলেই আমি মেয়েটার উপর জুলুম করে ফেলছি।আর এই বউকে তো কিছুই বললাম না তারপরো বউ আমাদের ছেড়ে চলে গেলো
আর মেঝ বউ এত মানসিক নির্যাতনের পরও কোনদিন কথার অবাধ্য হয়নি।
-হুমম,আমি মেয়েটার এই ধৈর্যশীলতা দেখে অবাক হয়।এত ছোট মেয়ে এত বুঝদার মাশাআল্লাহ।
-আমার খুব মন জ্বলছে মেঝ বউয়ের জন্য কাল ই ওকে আর ওর মাকে দেখতে যাবো।
-ঠিক আছে,আমরা আত্মীয়তার সম্পর্ক রাখিনি এতদিন ওদের সাথে।আজ থেকে সব ঠিক করে নিবো কাল গিয়েই।
পরেরদিন সকাল ৯টা
আয়শা মহিনকে কল দেয়।
-আসসালামু আলায়কুম।কেমন আছেন?
-আলহামদুলিল্লাহ। ভাল, তুমি?
-আলহামদুলিল্লাহ, কি খেয়েচেন সকালে?
-কিছু খায়নি এখনো মা রেডি করছেন নাস্তা
-কি বলেন?এত বৃদ্ধ মহিলা?মা কেন রেডি করছে ছোট আপু কোথায়?
-ও আসলে কাল বাড়িতে গেছে
-তো আপনি আমাকে বলবেননা?আমি চলে আসতাম?
-না তোমাকে বলতে চায়নি এতদিন পর বাড়িতে গেছো তাও যদি চলে আসো তাই
-তাই বলে মা সব কাজ করতে পারবে?
আপনি ফোন রাখুন আমি এখনি আসছি।
-না তুমি ৫দিন থেকেই আসো।আমরা ম্যানেজ করে নিবো।
-না মায়ের কষ্ট হবে।আমি এসেই দুপুরের খাবার রেডি করছি।
আয়শার এই মনোমুগ্ধকর কথা শুনে তাদের প্রতি আন্তরিকতা দেখে মহিনের চোখে জল চলে আসলো।মহিন ভাবছে,,,,,
মেয়েটাকে কখনো স্ত্রী অধিকার দিয়েছি বলে মনে পড়েনা, কোনদিন পরম স্নেহে আগলে নিয়েছি বলে মনে হয়না,কোনদিন ওর খুশির জন্য একটা উপহার দেয়নি,কোনদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কোনদিন সে আমায় কিছু আবদার করেনি।আরো কখনো মায়ের কখনো বোনের কথা শুনে তাকে কষ্ট দিয়েছি,কথা শুনিয়েছি, বিছানা আলাদা করেছি।তারপরো কোন অভিযোগ তার কাছে শুনিনি।নিঃসার্থ ভাবে সবর করে সব মেনে নিয়ে আমাদের খুশি চেয়েছে মেয়েটা।
কিন্তু আমার ভাই তার বউয়ের খুশির জন্য কি না করেছে মা বাবার অবাধ্য হয়েছে তারপরো সে আমাদের ছেড়ে চলে গেছে।
আমিতো বড় নিষ্টুর।মুল্যবান মনি মুক্তার কদর আমি করিনি।
আজ থেকে আয়শার কোন মুল্যহীনতা আমি হতে দিবোনা।তাকে পুর্ণ স্ত্রীর অধিকার আমি দিবো।আজ থেকে সুচনা হবে আমাদের নতুন ভালবাসার দাম্পত্য জিবন।আগলে নিবো তাকে পরম স্নেহে।
--------------------------
আয়শা মা মা কোথায় তুমি?
-কেন কি হয়েছে?
-আমাকে শ্বশুড় বাড়িতে দিয়ে আসো
-কেন?এখনো ত তিনদিন।
-মা সবার জন্য মন জলছে আমার খুব।
-ওহহ,তাই বলে মাকে ছেড়ে?আমার জন্য তোর মন জলেনা?
-(আয়শা মাকে জড়িয়ে ধরে) আসলে মা প্রত্যকটা মেয়ের ঠিকানা তার স্বামীর বাড়ি।আর তোমার কাছে তো দীর্ঘ ১৬বছর ছিলাম।
-হয়েছে হয়েছে রেডি হ তাহলে।
সকাল ১০.৩০মিনিট
আয়শা শ্বশুড় বাড়িতে এসে হাজির
আয়শা:আসসালামু আলায়কুম
তার শ্বশুর আর শ্বাশুরি দেখে অবাক।
শ্বশুড়-তুমি আয়শা?
-শ্বাশুড়ি আয়শাকে জড়িয়ে ধরে কান্না।তুই কি করে বুঝলি মা তোর জন্য আমাদের মন জলছে।জানিস কাল তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য দোয়া করেছি।আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি।আজ থেকে তুই আমার মেয়ের মত।
-আয়শাও শ্বাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।মা আপনি এসব কি বলছেন?আপনি আমার মায়ের মত। আমার মা আমাকে শাসন করবেনা তো কে করবে?আমি কোন কষ্ট পায়নি মা।
আয়শার মা আর শ্বশুড় তার শ্বাশুড়ির এ পরিবর্তন দেখে আল্লাহর কাছে শুকরিয়া জানায়।
মহিন রুম থেকে নিচে শোরগোল শুনে সিড়ি অবধি এসে দাড়িয়ে সব শুনে।এই দৃশ্য দেখে সে পরম খুশি যে তার বউয়ের উপর সবাই সন্তুষ্ট ।তার আয়শার সামনে যেতে আজ লজ্জা করছে কেন জানি।কেন যেন নিজেকে অপরাধি মনে হচ্ছে।
শ্বাশুড়ি-আজ আমরা তোকে দেখতে যেতাম।এত তাড়াতাড়ি কেন চলে এলি?
-মা আপনাদের জন্য খুব মন জলছিল তাই চলে আসলাম।
শ্বশুড়-বাহহ,এই না হলে ঘরের বউ?বলেই হো হো করে সবাই হেসে দিল।
শ্বাশুড়ি:বেয়াইন আপনি যতদিন ইচ্ছা মেয়ের সাথে থাকবেন এখন থেকে আয়শা যে ভাবে খুশি থাকে।
শ্বাশুড়ির এই কথা শুনে আয়শার আবারো কান্না চলে আসলো।সে তো এরকম একজন শ্বাশুড়ি চেয়েছিল
শ্বাশুড়ি: যা মা,রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে।
-আচ্ছা মা
মহিন আয়শাকে আসতে দেখে রুমে চলে আসে।
আয়শা রুমে ডুকতেই মহিন সব ভুল ভ্রান্তি ভুলে আয়শাকে কোলে তুলে নেয়।
-আয়শা লজ্জায় হাত দিয়ে চেহেরা ডেকে ফেলে।আমার লজ্জা লাগছে প্লিজ ছাড়ুন।
বিছানায় আয়শাকে বসিয়ে মহিন হাটু গেড়ে বসলো।
-আচ্ছা চলে আসতেছি বলেই চলে আসলা?এতদিন পর বাড়িতে গিয়ে কেউ আসে?
-বারে আমার বাড়িতো এটায়। আমার বাড়িতে আমি আসবো তাতে কার কি?
মহিন আয়শার হাত ধরে,
-আয়শা আমাকে মাফ করে দাও আমি কোনদিন তোমাকে বুঝার চেষ্টা করিনি।তোমাকে স্ত্রীর মুল্য দেয়নি।কথায় কথায় তোমাকে কষ্ট দিয়েছি।
তোমার প্রত্যকটা কাজে ব্যবহারে আমি সন্তুষ্ট।
-আপনি আমার প্রতি সন্তুস্ট থাকলেই আমি কামিয়াব।আপনি আমাকে জান্নাত অবধি নিয়ে যাবেন।ইনশাআল্লাহ
আপনি আমার স্বামি আমি কিছু মনে করিনি।আপনারা যে আমাকে বুঝতে পেরেছেনন সেটায় লাখো কোটি শুকরিয়া আল্লাহর প্রতি। জানেন?আমি প্রতিদিন নামাজে এটায় চায়তাম যে একদিন সব ঠিক হয়ে যাবে সবাই আমাকে মহব্বত করবে।আল্লাহ আমাকে সবরের প্রতিদান দিবেন আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারেনা
যখন আমার কোন দুঃখ আসতো আমি সবরের এই আয়াতগুলো স্বরণ করতাম:-
মহান আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারনের ক্ষেত্রে প্রতিযোগিতা কর” (সূরা আল ইমরানঃ ২০০ আয়াত)।
“আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা এবং তোমাদের জান, মাল ও শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব।(এ পরীক্ষায়) ধৈর্যশীলদেরকে সুখবর দাও”(সূরা বাকারাঃ ১৫৫ আয়াত)।
“ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে” (সূরা যুমারঃ ১০আয়াত)।
“যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, সেটা দৃঢ় মনোভাবেরই অন্তর্ভুক্ত” (সূরা শূরাঃ৪৩)।
“ধৈর্য ও নামাযের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছেন” (সূরা বাকারাঃ ১৫৩ আয়াত)।
“আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাতে তোমাদের মধ্যকার মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে চিনে নিতে পারি” (সূরা মুহাম্মাদঃ ৩১ আয়াত)।
আমি এইদিনটির অপেক্ষা করেছি এতদিন।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করেননি।সবরের প্রতিদান দিয়েছেন আখিরাতেও দিবেন ইনশাআল্লাহ।
আয়শাও মহিনের বুকে মাথা রেখে:
আপনি এভাবে সারাজিবন আমার পাশে থাকবেন মা বাবা স্বামি সবাইকে নিয়েই আমি ভাল থাকতে চায়।
-এটা বলতেই মহিন আয়শার কানের পিছনে চুলে হাত ডুকিয়ে কপালে একটি চুম্বন করলো।
-আয়শা লজ্জায় মুখ লুকালো মহিনের বুকে।
আচ্ছা হয়েছে হয়েছে দুপুরের খাবার রেডি করবো তো ছাড়ুন।
এই বলে আয়শা নিজেকে উদ্ধার করে লজ্জায় দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেলো।
বি:দ্র:এই সীনটা লিখতে গিয়ে আমিও লজ্জায় আর লিখতে না পেরে শেষ করে দিলাম। (
সমাপ্ত
এই গল্পটি কেউ ব্যক্তিগত ভাবে নিবেননা,দয়া করে।
সব পর্ব আমার আইডিতে পাবেন।
আসসালামু আলায়কুৃম।


tag 

kolorober gojol badruzzaman kalarab kalarab tv holy tune gojol kalarab newainuddin al azad islamic bangla islamic salam kalarab kalarab shilpi gosthi new song 2017 kalarab allah allahmuhib khan 2018 allah boloabu rayhan 2018 holy tune record sabu rayhan islamic song kala movie ami dekhini tomay iqbal hj bangla islamic song 2017iqbal hossain jibon

 |  kalarab new song 2018, kalarab new song, kalarab song, bangla islamic song, holy tune, kalarab shilpigosthi, kalarab tv, kalarab shilpi, kalarab new gojol, kalarab islamic song, kalarab live, kalarab shilpi gosthi new song, kalarab new islamic song, kalarab best song, kalarab bangla gojol, kalarab best gojol, kalarab bangla, kalarab bodruzzaman, kalarab by abu rayhan, kalarab new 2018, ???? ????????????, kalarab new song 2018 download, 2018 islamic song, waz

kalarab new 2018
www kalarab com 2018
kalarab gojol
hasbi rabbi kalarab mp3 download
holy tune kalarab
kalarab shilpi gosthi
kalarab shilpi gojol
bangla islamic song by kalarab,kalarab new 2018
gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child
"Deener seba" "DeenerSeba" "???" "???? ???" "Kalarab" "Gojol" "Islamic song bangla" "bangla waz" "bangla gojol" "bangla islamic gojal" "islamic gojol bangla" "islamic song" "bangla islamic song" "bangla islamic song 2019" "islamic song bangla 2019" ???? "saidi waz" "Islamic song" "???? ????????????" "bangla waz 2019" "new gojol" "islamic song"


new bangla gojol 2018,gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: