সোমবার

বিয়ের জন্য আমল । ভাল বিয়ের আমল ২০২২

::::বিয়ের জন্য আমল ::::


#দ্রুত বিয়ের জন্যে কিছু আমল দেওয়া হলো:::
- এস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক
এস্তেগফার করা।
- তারপর সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে
পারেন। ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ
ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ
অনেকে বলেন ফরজ নামাজের পর পড়তে।
কারণ হাদিসের ভাষ্যমতে, ফরজ নামাজের পর দুয়া
কবুল হয়। আর এটাও একটা দুয়া!! (তিরমিযি -৩৪৯৯ হাসান)
- বেশি বেশি দুয়া করা। বিশেষ করে দুয়া কবুলের
মুহুর্তগুলো একটাও বাদ দেয়া উচিত না।
- আমলের পাশাপাশি হালাল পন্থায় পাত্রের সন্ধান ও
চেষ্টা করতে হবে।
২- বাংলাদেশের সমাজের যেসব ফেতনা রয়েছে,
তার মধ্যে অন্যতম 'জাদু/সিহর' এর চর্চা। এমন
অনেককেই দেখা যায়, যাদেরকে জাদু করে
আটকে রাখা হয়। বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের
প্রস্তাব আসছে না। অথবা প্রস্তাব আসলেও
অজ্ঞাত কারণে ফিরে যাচ্ছে। এক্ষেত্রে, যারা
সহীহভাবে রুকইয়া করেন তাদের শরণাপন্ন হওয়া
ভালো। পাশাপাশি নিজেও বিভিন্ন রুকইয়ার আমল করতে পারেন।
এই পোস্ট লিং এ বিয়ের রুকয়ার ব্যাপারে বিস্তারিত পাবেন।
#ভালো হয়, কিছু টাকা সদকা করে
দিলে। হাদিসে সদকার অনেক ফাজায়েল বলা
হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে, সদকা দ্বারা
বিপদাপদ দূর হয়। (ইবনে হিব্বান- ৩৩০৯)
পাশাপাশি এই দোয়া করা যাবে, হে আল্লাহ এমন একজন কে স্বামী হিসেবে মিলিয়ে দিন যার সাথে সংসারী হলে দুনিয়া আখেরাতের কল্যাণ হয়।

#জুমানা পুস্পু
#মুসলিম নারী (Only Sisters)

ট্যাগ :

বিয়ের আমল ২০২২
ভাল বিয়ের আমল ২০২২
ভাল বিয়ের আমল ২০২২
বিয়ে ঠেকানোর আমল
বিয়ে করার আমল
বিয়ের জন্য আমল
বিয়ে করার দোয়া
বিয়ে হবার আমল
কাউকে বিয়ে করার আমল
প্রেমিকাকে বিয়ে করার আমল




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: