শনিবার

বেটারহাফ_ফরেভার (পর্ব-০৭) | একটি ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার (পর্ব-০৭)

ইয়াদের বাবা এসেই সরাসরি ইয়াদের কাছে যেতে নিচ্ছে ওমন সময় ইয়াদ চিৎকার দিয়ে বলল,,,

ইয়াদ:একদম কেউ আমার কাছে আসবে না বলে দিচ্ছি😡

রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে...!!!

ইয়াদের বাবা:বাবা,,,একটু শান্ত হ প্লিজ।সবকিছুতে এমন পাগলামি চলে না......

ইয়াদ:চুপ থাকো তোমরা...!!! খুব বেশি কিছু চেয়েছি তোমাদের কাছে....!!! এই সামান্য জিনিষ টা আমাকে দিলে তোমাদের ক্ষতি কি..!!!??? আর এই যে শ্বশুর মশাই...!!! আপনি এমন কেন করছেন আমার সাথে...!!! কেন আমাকে এসব করতে বাধ্য করছেন...!!! যার গলায় এখন আমি চাকু ধরে আছি সে আমার জান।আর জান না থাকলে আমি বেচে থাকব কি করে বলুন তো...!!! আচ্ছা,,,আপনার মেয়েকে কি আমি জোর করে তুলে নিয়ে ওর সাথে খারাপ কিছু করেছি...!!!??? সেটা তো না.....আমি তো সবাইকে সাথে নিয়েই হাসিমুখে ওকে আমার বউ করতে চেয়েছি...।। আর ইসলামিক ইসলামিক করতেছেন আপনারা....!!! ইসলামিক হওয়া কি মুখের কথা....!!! আমি তো বলেছিই যে,আমার জানটা যখন আমার কাছে থাকবে সবসময় তখন আমি আমার জানের পরশে ইজিলি ইসলামিক হয়ে যাব।এই সহজ কথাটা কেন বুঝেন না...!!??? এই ৬ মাসে কতটুক চেঞ্জ হইছি সেটা আমি জানি।সিগারেট খাওয়া বাদ দিয়েছি,৫ ওয়াক্ত নামাজ পরা শুরু করেছি,২৭ টা রোজাও রেখেছি এবার....!!! যে আমি সারাজীবন মিলে ২৭ টা রোজা করেছি কিনা সন্দেহ আছে সেই আমি এইবার ২৭ টা রোজা করেছি....!!! আর কত....!!!  বাকিটা না হয় বিয়ের পরই হব...!!!  বুঝেন না কেন আপনি...!!!

একনাগাড়ে কথাগুলো বলতে বলতে কাঁদছিল ইয়াদ...!!!
ওর কান্না দেখে ওখানকার প্রত্যকটা মানুষের চোখের কোণে পানি জমে গেছে....!!!

সব শেষে সিনহার বাবা বললেন,,,

সিনহার বাবা:আচ্ছা বাবা,,,এবার গলা থেকে চাকুটা সরাও।একটু শান্ত হও।আমি কথা দিচ্ছি,,, সিনহাকে তোমার হাতেই তুলে দেব ইন শা আল্লাহ....!!!

ইয়াদ:আমি কোনো কথা শুনতে চাই না এখন।আপনারা এক্ষনি কাজি ডাকবেন।বিয়ে করে তারপর আমি ওকে ছাড়ব।তার আগে না.....

ইয়াদের বাবা:ইয়াদ....!!! এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে😡।।বিয়ে কি মুখের কথায়ই হয় নাকি....!!! কত আয়োজন, আদর-আপ্যায়নের ব্যাপার স্যাপার আছে....!!! এভাবে কি বিয়ে হয় নাকি...!!! বুঝিস না কেন...!!???

ইয়াদ:তোমাদের যা করার লাগে পরে করবে।সিনহাকে যে আজই ঘরে তুলা লাগবে তা তো না।আজ বিয়ে পরিয়ে রাখো।পরে আবার নতুন করে আনুষ্ঠানিক ভাবে সব কিছু করবে.....

অবশেষে ইয়াদকে কোনোভাবেই বুঝাতে না পেরে কাজি ডেকে বিয়ের ব্যবস্থা করতে বাধ্য হল।কাজি আসার পরও ইয়াদ সিনহাকে ছাড়ে নি।ও ওর কথা মত সত্যি সত্যি সিনহা কবুল বলার পর ওর গলা থেকে চাকু সরিয়েছে...!!!

সিনহা মনে মনে খুব খুশি....!!! যেভাবেই হোক....!!! পাগলটা পেরেছে অবশেষে....!!!

বিয়েটা পরানোর সাথে সাথেই ইয়াদ সিনহাকে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরে সেই বাচ্চাদের মত "আমার জান,আমার জান" বলে কাঁদতে লাগল...!!!

সিনহা:আরে ছাড়ো...!!! এমন পাগলামি কেন করছ সবার সামনে...!!!

ইয়াদ আরো শক্ত করিয়ে জড়িয়ে ধরল...!!!  যেন দুজন একদম মিশে একাকার হয়ে যাচ্ছে...!!!!
সিনহা অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়াবার কিন্তু পারতেছে না....!!!
একসময় ইয়াদের ভাই ইফান এসে ইয়াদকে বলছে,,,

ইফান:দেখ ভাই,,,সবার সামনে আর এমন পাগলামি করিস না। ওকে ছাড়।সবাই কি ভাবছে বল তো...!!!! লক্ষি ভাই আমার.....ছেড়ে দে....

ইয়াদের হুশ যেন এতক্ষনে ফিরে আসল....!!! ও কি করছিল এতক্ষন সেটা ও নিজেও যেন জানে না....!!!
ও সিনহাকে ছেড়ে দিল....!!! ইফান ওদের দুইজনকে নিয়ে সোফায় বসাল....।
বিয়েটা এভাবেই হয় ওদের।সেদিন সিনহাদের বাসায়ই নরমালভাবেই ওদের বাসর ঘর সাজানো হয়...❤️
আসলে কিভাবে কি হয়ে গেল সেইটা যেন কেউই বুঝতে পারল না।সবকিছু যেন সবার মাথার উপর দিয়ে গেল...!!!
এতকিছুর পরেও ইফানের উদ্যগে সিনহার রুমটাকে ফুল দিয়ে কিছুটা সাজানো হয়......

বাসর ঘরে গেট লাগিয়ে ইয়াদ সিনহার কাছে আসতেই সিনহা একটু সরে গিয়ে বসল...!!! একটু অভিমানী সুরে বলল,,

সিনহা:একদম আমার কাছে আসবা না তুমি.....

ইয়াদ:কেন বাবুই...!!! কি করলাম আবার....!!! তোমাকে বলেছিলাম না....???  সব আমি মেনেজ করে।নেব....!!! দেখলে তো এবার...!!!😎

সিনহা:চুপ থাকো।ডাকাত একটা.....😠

ইয়াদ:জান...!!!😳😳😳

সিনহা:হুহ...!!! আমাকে মেরে ফেলতে তাই না....???  নিজের স্বার্থের জন্য মেরে ফেলতে আমায়....!!! এটা কেমন ভালোবাসা তোমার.....!!! আমাকে মেরে ফেলতে একটুও কষ্ট হত না তোমার....!!! 😖

ইয়াদ এবার আর হাসি আটকিয়ে রাখতে পারল না।সিনহার কাছে গিয়ে সিনহাকে ওর বুকের মধ্যে আঁকড়ে ধরে বলল যে,,,

ইয়াদ: পাগলি....!!!  চাকু গলায় ধরেছি বলেই কি মেরে ফেলব নাকি.....!!!

সিনহা:বাবা রাজি না হলে মেরেই তো ফেলতা...!!!

ইয়াদ:হুরর,,,কি যে বল....!!! এটা তো করেছি তোমার বাবাকে রাজি করানোর জন্য...।।এটা না করলে উনি রাজি হতেন না এত সহজে।উনি  ভয়েই রাজি হয়ে গেছেন...😂।দেখবে,,,খুব তাড়াতাড়ি উনার মন আমি জয় করে নেব...।।  তখন উনি বুঝবেন,,,ইয়াদ আসলে কি জিনিষ ..!!!

সিনহা:তুমি যে কি...!!! অনেক ভয় পাইছিলাম আমি...😔

ইয়াদ:আমার পাগলিটা...।। এত ভয়ের কি আছে হুম...???

সিনহা:এত পাগল কেন তুমি....!!!

ইয়াদ:জানি না বাবুই।অনেক ভালবাসি তোমায়.....

সিনহা:কয়দিন এভাবে ভালোবাসবে....???

ইয়াদ:সারাজীবন ভালবাসব রে পাগলী,,,একদম লাইফের শেষ দিনটা পর্যন্ত যে তোর সাথে থাকতে চাই রে.....

সিনহা:আর আমি এইকাল+অইকাল দুইকালই তোমার সাথে থাকতে চাই ইয়াদ।থাকবে মরনের পরও আমার সাথে...??? দুইকালেই ভালোবাসবে আমায়...!!!????

ইয়াদ:হুম জান।দুইকালের জন্যই তোমার সাথে থাকতে চাই......

সিনহা:ইয়াদ,,তুমি যদি দুনিয়ায় জান্নাতে যাওয়ার জন্য পুঁজি জমা ন্স কর তাহলে তো আর জান্নাতে যেতে পারবে না।আর জান্নাতে না যেতে পারলে তো আমরা একসাথে থাকতেও পারব না।আর যদি আমরা দুজনেই দুনিয়ায় ভাল কাজ করে জান্নাতি হওয়ার উপযুক্ত হয়ে মরতে পারি তাহলে অইকালে আমরা দুজনেই জান্নাতি হতে পারব।আর দুজনেই জান্নাতি হতে পারলে আমরা একসাথে থাকতেও পারব জান্নাতে....!!! দুইকালের বেটারহাফ হতে পারব আমরা....!!! #বেটারহাফ_ফরেভার

ইয়াদ:হুম জান.....

সিনহা:ইয়াদ...!!! প্লিজ সোনাই,,,তোমার কাছে আমার একটাও চাওয়া সোনাই।আর অন্যান্য চাওয়া পূরণ কর আর না কর আমি কিচ্ছু মনে করব না।বাট এই একটাই চাওয়া।স্পেশাল চাওয়া।পূরন করবে প্লিজ...?? আমি তোমার কাছ থেকে আলাদা হতে চাই না।কোনোকালেই না।তোমার হাত ধরে আমি জান্নাতে যেতে চাই সোনাই।প্লিজ,,,আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য কর তুমি...😓।এই একটা চাওয়া আল্লাহর ওয়াস্তে পূরন করবে সোনাই...??

এই কথাটা বলতে গিয়ে সিনহা কেমন যেন কেঁদে ফেলল....!!!

ইয়াদ:এই পাগলি,,, কাঁদছ কেন হুম...??? প্রমিস করছি তোমাকে,,,আমি সর্বোচ্চ ট্রাই করব তোমার চাওয়াটা পূরণ করার,, তোমার হাত ধরে জান্নাতে যাওয়ার,,,তোমার ,#বেটারহাফ_ফরেভার হওয়ার,,,পুরোপুরিভাবে ইসলামিক হওয়ার।।তুমি সবসময় আমার পাশে থেকো...❤️

সিনহা:হুম সোনাই,,,আল্লাহ ভরসা.... আল্লাহর উপর ভরসা করলে তুমি সাকসেস হবেই......

ইয়াদ:লাভিউ বাবুই,,,এই জন্যই আমি এত বেশি ভালোবাসি আমার মিষ্টি বউটাকে😚।তুমি পাশে থাকলে আমি এমনিতে হাফ জান্নাতি হয়ে যাব।বাকি হাফ না হয় নিজের চেষ্টায় হয়ে নিব।

সিনহা:হোপ,,,কি বল উলটা পালটা...!!!

ইয়াদ:হাহাহা,,,,

সিনহার এই একটা চাওয়া,,,এই একটা ইচ্ছে ;;; যেটা পূরন করা এত সহজ ছিল না।অনেক কষ্ট,সংগ্রামের প্রয়োজন ছিল এটার জন্য।যেটা ইয়াদ তখনও বুঝতে পারে নি.....

বিয়ের প্রথম রাতেই কথা দিয়েছিল,,,সে সিনহার #বেটারহাফ_ফরেভার হবে❤️

তার কিছুদিন পর সিনহাকে আনুষ্ঠানিক ভাবে নতুন করে  সব করে তুলে আনা হয়💜

❤️এই ছিল ওদের বিয়ের কাহিনী❤️

বিয়ের আজ ৩-৪ টা মাস চলছে...।। কিন্তু সুখের দেখাটা কেমন যেন মিলছে না সিনহার....!!! প্রতিরাতেই তাহাজ্জুদের সময় ইয়াদের এমন বকুনি খেয়েও সিনহা ফজরের সময় ইয়াদকে নামাজের জন্য আবার ডাকতে যায়....

সিনহা:ইয়াদ,,এই ইয়াদ,,,উঠো না.....ফজরের আজান হচ্ছে এখন।উঠো না সোনাই,,,এই ইয়াদ.....

ইয়াদ:উমমম,,,যাও তো।বিরক্ত কর না। ঘুমাতে দাও.....

সিনহা আবার ইয়াদকে ধাক্কিয়ে ধাক্কিয়ে ডাকল,,,

সিনহা:আরে,,,নামাজ পরতে হবে তো।উঠো......

ইয়াদ সিনহার হাতটা সরিয়ে মেজাজ দেখিয়ে বলল,,,

ইয়াদ:উফফফ...!!! আমাকে না জ্বালাইলে তোর ভাল্লাগেনা তাই না...???শান্তিতে ঘুমাইতে দে....😡

সিনহা এইবার আরো জোরে ধাক্কা,আর জোরে একটা চিল্লানি দিয়ে ডাক দিল ইয়াদকে....!!!

সিনহা:ওওওইইইইইইই.....এটা তাহাজ্জুদ না।ফজরের জন্য ডাকতেছি।উঠো😡

ইয়াদ ঘুম ঘুম চোখে বলল,,,

ইয়াদ:ওওও,,,আজান দিয়ে দিছে এখনই...!!!😴

সিনহা:হুম,,,উঠো.....

ইয়াদ:আরেকটু ঘুমাতে দাও না বাবুই....

সিনহা:নাহ,,,অনেক ঘুমাইছ,,,উঠো উঠো উঠো....

ইয়াদ:ইমম😴😴

আবার ঘুমিয়ে পরতেছিল ইয়াদ।এমন সময় সিনহা গিয়ে ওর গলায় চেয়ে ধরল...!!!

সিনহা:ওই,,, আবার ঘুমাচ্ছিস তুই।তোকে উঠতে বলছি না...!!??? 😡

ইয়াদ:আ আ...!!! ছাড়ো বাবুই,,,লাগছে তো.....

সিনহা গলা ছেড়ে দিল।ইয়াদ তাড়াতাড়ি উঠে বসল...!!!

ইয়াদ:উফফফ...!!! তুমি কি বউ নাকি ডাইনি...!! যদি মরে যেতাম...!!!😒

সিনহা:খারাপ মানুষের মরতে একটু দেরিই হয়😡

ইয়াদ:আমি খারাপ মানুষ এটা বলতে পারলা তুমি...!!???😪

সিনহা:হইছে হইছে,,,যাব এবার।অজু করে মসজিদে যান.....

ইয়াদ:প্রতিদিন সকালে এমন টর্নেডোর মত আমার উপর তুফান না তুলে আমাকে ছোট্ট একটা পাপ্পা দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলবা যে,"জানু ফজরের আজান দিছে।উঠে পড় তুমি।"আর দেখবে  আমার ঘুম ভেংগে গেছে....😂

সিনহা:আহা...!!! টর্নেডোই তোমাকে ঘুম থেকে উঠাতে গিয়ে হাফিয়ে যায়...!!! আর বৃষ্টি কিভাবে তোমাকে উঠাবে ঘুম থেকে....!!!

ইয়াদ:পারবে পারবে.....

সিনহা:হইছে,,,কথা বাদ দিয়ে যাও এবার.....


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: