#বেটারহাফ_ফরেভার (পর্ব-০৮)
একটি ইসলামিক গল্প
অই পরিবারে একমাত্র শ্বশুরকেই সিনহার সবচেয়ে বেশি আপন মনে হত।একদম নিজের বাবার মত মনে হত।নিজের বাবার চেয়ে বেশিই আপন মনে হয় যেন....!!! শ্বশুরকে ও আব্বু বলে ডাকত।আর শাশুড়িকে আম্মু ডাকত।এই আব্বু টা ওকে অনেক বেশি বুঝত।ওর যেকোনো ইসলামিক ব্যাপারে ইয়াদের আগে আব্বুর সাপোর্ট পেত।
নিজের মেয়ের চেয়েও বেশি আদর করতেন উনি সিনহাকে।ইয়াদ আর সিনহার মাঝে কখনো কথা কাটাকাটি হলে উনি কাহিনী না জেনেই সিনহার সাপোর্ট করতেন...!!!
ইয়াদ এই নিয়ে একদিন রেগে যায়...!!!
ইয়াদ:আব্বু...!!!😡 তুমি কিছু না জেনে আগেই সিনহাকে সাপোর্ট কেন কর...!!! দোষ তো সিনহারও থাকতে পারে।তাই না??😡
আব্বু:দোষ সিনহার থাকতে পারে না।অন্তত তোর ব্যাপারে না।তুই সবসময় উলটা পালটা কাজ করিস সেইটা আমি জানি....
সিনহা:হিহিহি,,,এই না হয় আমার আব্বু😍
ইয়াদ:তুমি থাকো ওকে নিয়ে।আমি গেলাম😡😡😡
ইয়াদ ছেলেটা কেমনই যেন...!!! সিনহার জন্য এমনিতে খুব পাগল।একটু বেশিই পাগল।কিন্তু,কিছু কিছু সময় খুব মিসবিহেব করত সিনহার সাথে।সিনহা যখন ইয়াদকে এমন কোনো কঠিন ইসলামিক কাজ করতে বলত সেটা করা ওর জন্য। অনেক টাফ তো তখন ইয়াদ রাগারাগি করত খুব।
এই যেমন,মাঝ রাতে তাহাজ্জদ পরা ইয়াদের অনেক কঠিন মনে হয়।এমনি মেয়েদের সাথে,ভাবিদের সাথে খুব দরকার না হলে কথা না বলা,তাদের সাথে অযথা হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকা ইয়াদের কাছে অনেক টাফ মনে হত। আর সিনহা সবসময় এসব করতে বলত ইয়াদকে।যার জন্য ইয়াদ রাগারাগি করত মাঝে মাঝে।তবে এই রাগারাগি না সবসময় না।আর জেনে-বুঝে কখনো অইভাবে রাগারাগি করে নি ইয়াদ।এই যেমন,ঘুমের মধ্যেই রাগারাগি টা বেশি করত।সিনহা তাহাজ্জতের জন্য যখন ডাকে সবসময় তখনই ইয়াদ ঘুমের তালে রাগারাগি, বকাবকি যত যা ইচ্ছা করে।বাট,নরমালি এমনটা সচারচর হয় না।হলেও হঠাত....!!!
ঘুমের মধ্যে এমন রাগারাগি করার পর সকালে যখন অইসব মনে পরে তখন খুব খারাপ লাগে ইয়াদের।প্রথম কয়েকদিন সিনহা রাতের অইসব বকাবকির জন্য সারাদিন মন খারাপ করে থাকত।ইয়াদকে কাছে আসতে দিত না।অভিমানী মুড নিয়ে থাকত সারাদিন। ইয়াদ বুঝে উঠতে পারত না যে তার আত্না টা তার সাথে এমন কেন করতেছে....!!!
সারাদিন পর রাতের বেলায় একদিন কাছে নিয়ে জিজ্ঞেস করে,,,
ইয়াদ:জান,,তুমি এমন কেন করতেছ আমার সাথে হুম...?? কেন এমন দূরে দূরে থাকো...!!??? তুমি দূরে থাকলে আমার কষ্ট হয় বুঝো না তুমি...!!???
সিনহা:ওকে,,আর দূরে থাকব না.....
ইয়াদ:রেগে আছো কেন বল তো...!!??? খারাপ লাগে না আমার...!!???
সিনহা:হুম।খারাপ তো শুধু তোমারই লাগে,কষ্ট শুধু তোমারই লাগে।আর তুমি যখন আমার সাথে মিসবিহেভ কর,কারণে অকারণে গালাগালি কর আমাকে তখন আমার খুব ভাল লাগে।তাই না??☺
ইয়াদ:মানে,,,???
সিনহা:কিছু না....
এটা বলেই সিনহা ইয়াদের কাছ থেকে যেই সরে যেতে নেয় অমনি ইয়াদ ওকে টান দিয়ে আরো কাছে নিয়ে আসে।একদম ইয়াদের বুকের মাঝে মিশে যায় সিনহা।ইয়াদ সিনহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,,,
ইয়াদ:বুঝো না তোমাকে কত ভালোবাসি...!!?? কি হয়েছে সেটা আমাকে না বললে বুঝব কিভাবে...!!??? বল....আমি আসলে বুঝতেছি না.....😒
সিনহা এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেদে উঠল....!!!
সিনহা:তুমি,,,তুমি যেভাবে আমাকে এই কয়েকদিন বকাবকি করছ অইভাবে আমাকে এই ১৯ বছরেও কেউ বকে নি...!!! কি করেছিলাম আমি যে আমাকে অইভাবে বকবা.....!!??? তাহাজ্জুদ এর জন্য ডেকেছি।আর কিছু না......
ইয়াদ:অপস...!!! জান...!!! এই ব্যাপার....!!! আসলে ঘুমের মাঝে কি রেখে কি না বলি...!!! আর তাহাজ্জুদ পরতে তো আমার ভাল্লাগেনা সেটা আগেই বলছি তোমাকে।এটা বিরক্তিকর লাগে।আর আমার মনের বিরুদ্ধে কিছু করাতে চাইলে সেটাতে সাকসেস হওয়া পসিবল না জান।এই দেখো,,,আমি কি ফজরের সময় উঠতে আলসেমি করি...!!??? ফজরের নামাজের জন্য ডাকার সাথে সাথেই উঠি।কিন্তু তাহাজ্জুদ এর জন্য উঠি না।কেন উঠি না...?? কারন,অইটাতে আমার ইন্টারেস্ট নাই।যেদিন ইন্টারেস্ট হবে সেদিন দেখবে ঠিকই পরব।তখন তোমাকে এত ডাকাডাকিও করতে হবে না।
সিনহা:ইয়াদ,,,কি বলব বুঝতেছি না.....কবে হেদায়াত পাবে তুমি...!!??? আল্লাহ কবে হেদায়াত পাবে তুমি...!!!???😭
ইয়াদ:তুমি যখন আছো তখন খুব তাড়াতাড়িই হেদায়াত পাব😍
সেই থেকে আজ ৩ মাস চলে গেছে....!!! আজো সিনহা ইয়াদকে তাহাজ্জুদে শুধু ডেকে ডেকে বকুনিই খেয়ে যায়।এখন অবশ্য বকুনি খেয়ে ও একটুও কষ্ট পায় না।এখন প্রতি রাতে ওকে শুধু এই ভরসা নিয়ে ডাকে যে,ও উঠবে।হয়তো বা উঠবে।হয়ত বা আল্লাহ এই রাতে হেদায়াত করবেন।এমন আশা নিয়ে প্রতি রাতেই ডাকে সিনহা।কিন্তু আজ অব্দি আশার আলো দেখে নি ও।আশা ছাড়েও নি।প্রতিদিন একটু একটু করে তাহাজ্জুদ পড়ার সুফল গুলো ইয়াদকে শুনাতো।একবারে এত্ত এত্ত শুনাতো না।একটু আকটু শুনাতো।যাতে করে ইয়াদ বিরক্ত না হয়ে পরে।
যখন ইয়াদ সিনহার মুখে ইসলামের বাণী গুলা শুনত তখন ওর মনে হত আজ থেকেই একদম হুজুর হয়ে যাবে।কিন্তু কিছুক্ষন পরই আবার সব ভুলে যেত....!!!
এভাবেই আজ ৩-৪ মাস...!!! ইয়াদের কানে সিনহার কথা যেন কিছু ঢুকেও ঢুকে না...!!!
বি:দ্র:একটু বিয়ের ঝামেলায় আছি। তাই লেট হচ্ছে😒😒😒
0 coment rios: