সোমবার

#বেটারহাফ_ফরেভার (পর্ব-১৫) ইসলামিক গল্প, ইসলামিক ঘটনা

#বেটারহাফ_ফরেভার (পর্ব-১৫)
ইসলামিক গল্প,  ইসলামিক ঘটনা

ইয়াদ তাহাজ্জুদ নামাজ পরে অমনিই জায়নামাজের উপরেই ঘুমিয়ে পরল....!!! ফরজের নামাজের আজান কখন দিল,নামাজের টাইম কোন দিক দিয়ে শেষ হল সেটা ও বুঝতেই পারল না.....!!!
যখন ঘুম থেকে উঠছে তখন দেখে সাড়ে ৭ টা বেজে গেছে....!!!

ইশ....!!! তাহাজ্জুদ পরতে গিয়ে ফজরটাই পরতে পারলাম না....!!!😑
কিভাবে ঘুমিয়ে গেছিলাম টেরই পেলাম না...!!!  হুরু....লাভ কি হল তাহলে....!!!

ও সিনহাকে ফোন দিল.....

ইয়াদ:ফজরের সময় কি একটু জাগিয়ে দিতে পারছিলা না...???

সিনহা:তুমি তো জেগেই ছিলে😕

ইয়াদ:হুরু,,,তাহাজ্জুদ পরে জায়নামাজের উপরেই ঘুমিয়ে পরছিলাম।আর ফজর পরাই হয় নি....!!!

সিনহা:সেকি....!!! উঠছ কখন...???

ইয়াদ:এইমাত্র উঠলাম.....

সিনহা:তাহলে এখনি নামাজ পরে নাও।ঘুমের কারণে অনিচ্ছাকৃত ভাবে ফজরের নামাজ টাইম মত পরতে না পারলে যখন ঘুম থেকে জাগবে তখন তখনই নামাজ পরে নিলে সেইটা আর কাজা ধরা হবে না.....সো,এখনই নামাজ পরে নাও....

ইয়াদ:ওয়াও....!!! সত্যি....!!???

সিনহা:হুম সত্যি....!!! এবার যাও সোনাই😚

ইয়াদ:ওকে বউ.....উম্মাহ😙

ইয়াদ ফোন কেটে ফজরের নামাজ পরে নিল।সিনহা চলে যাওয়ার পর থেকে অফিসের কাজ+ বাসার টুকটাক কাজও ইয়াদের করা লাগে।ইয়াদের মা তো কাজ করতেই পারে না।কাজের লোকরা কাজ করে আর বাকিটা ইয়াদ করে।ইয়াদ ঘরের কাজ শিখছে সেজন্য সব কাজে ওর ডাকই আগে পরে....!!!
ইয়াদ এইটা কর,অইটা কর ব্লা ব্লা ব্লা......!!!!
অবশ্য ইয়াদের এসব ভালোই লাগে।কাজ করার মধ্যে ওর কোনো আলসেমি নেই।এটা ওর একটা মহৎ গুন♥

ইয়াদ বার বার ফোন করে সিনহাকে চলে আসতে বলে।কিন্তু,সিনহার সেই এক কথা....ও আসবে না.....!!!

ইয়াদ:বউ,,আমার কষ্ট হয় তো...আসো না প্লিজ😭

সিনহা:হোক কষ্ট....☺

ইয়াদ:আমি কিন্তু আরেকটা বিয়ে করে অই বউ নিয়ে থাকব😡

সিনহা:আপত্তি নাই।পারলে করে দেখাও☺

ইয়াদ:উফফফ,,,,সিনহা......ধৈর্যের সীমা আছে কিন্তু.....বললাম তো এবার থেকে তোমার সব কথা শুনব....

সিনহা:অন্য কথা থাকলে বল.....নইলে রাখব ফোন....!!!!

এর পরেও ইয়াদ সিনহাকে অনেক বুঝাল।ওর হাতে পায়ে ধরে রিকুয়েস্ট করল ফিরে আসার জন্য।অনেক বুঝিয়ে বলল যে,এভাবে একা একা থাকতে ওর কষ্ট হয়।কিন্তু কোনোভাবেই সিনহাকে রাজি করাতে পারল না....!!!

ইয়াদের মেজাজ এবার বিগড়ে গেল.....!!!

ইয়াদ:সবকিছুর একটা লিমিট আছে....!!! তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছ...!!! পরিণাম ভাল হবে না বলে দিচ্ছি.....😡

সিনহা:কি করবে তুমি...!!!??? তোমার যা করার আছে করতে পারো।আমার কোনো আপত্তি নাই....

ইয়াদ:এমন চিপায় ফেলব তোকে.....না পারবি কিছু কইতে আর না পারবি সইতে.....মাথা হট করে ফেলছস তুই....!!! ভালভাবে বললাম ভাল লাগল না তো.....ওকে....এবার দেখ কি করি.....সোজা আংগুলে ঘি না উঠলে আংগুল তো বাকা করতেই হবে।ফোন রাখছি.....বাই☺

ফোন কেটে দিল ইয়াদ.....!!!  সিনহা এবার সত্যি সত্যি টেনশনে পড়ে গেল....!!! ও তো ইয়াদকে চেনে।জেদ করতে ইয়াদ যেকোনো কিছু করতে পারে....!!!
সিনহা ইয়াদকে মুখে হাজার বলুক,তুমি যা ইচ্ছা কর আমার কিছু আসে যায় না....এটা তো শুধু মুখের কথাই.....মনের কথা তো অন্যটা.....

কি করবে সিনহা বুঝতে পারতেছিল না।তবুও নিজেকে শান্ত রাখার ট্রাই করল....!!
ও দেখতে চায় ইয়াদ ঠিক কি করতে চাচ্ছে....!!!

ওদিকে ইয়াদ ওর জেদ অনুযায়ী ফেবুতে অনেক সুন্দরি মেয়েকে  ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো।সেই সাথে আগে যে মেয়েগুলোর সাথে অনেক ক্লোজ ছিল তাদের সবাইকে নক দিল....!!!
ইয়াদের আইডি সিনহা সবসময় ওর ফোনে লগ ইন করে রাখত।ইয়াদের আইডি লগ ইন না করলে ওর কেমন যেন মিসিং মনে হত....!!!
তো,সিনহা ইয়াদের আইডি তে ঢুকে দেখে ও এইসব করছে....!!! রাগে এবার সিনহার মেজাজটা হট হয়ে যায়.....!!!
ও ইয়াদকে ফোন দেয়....

সিনহা:সমস্যা কি তোমার....!!!??? মেয়েদের এভাবে নক দিচ্ছ কেন....!!!????

ইয়াদ:আমার সমস্যা কি সেইটা তোমার না জানলেও চলবে।তুমি তোমার মত থাকো।আর আমাকে আমার মত থাকতে দাও.....

সিনহা:ইয়াদ,,,বেশি হয়ে যাচ্ছে কিন্তু.....এত বেশি বুঝো ক্যান...???

ইয়াদ:বেশি আমি বুঝি না।বেশি তো বুঝো তুমি.....

সিনহা:চুপ....আর একটা কথাও বলবা না।যতগুলা মেয়েকে নক দিছ এখন সবগুলাকেই ব্লক দিবা.....কুইক.....!!!

ইয়াদ:পারব না আমি.....

সিনহা:ওকে।না পারলা.....আমিই ব্লক করে দিচ্ছি।।তোমার কষ্ট করতে হবে না....

ইয়াদ:বেশি বাড়াবাড়ি কইরো না।ভালোভাবে বললাম🙂

সিনহা:বাড়াবাড়ি তো তুমি করতেছ...!!! আমি না.....

এভাবে কতক্ষন তর্কাতর্কি করে এক পর্যায়ে ইয়াদের সাথে কথায় না পেরে সিনহা কেঁদে দেয়...!!! কাঁদতে কাঁদতে বলে,,,

সিনহা:এত কষ্ট ক্যান দাও আমাকে....!!! বুঝো না কত্ত ভালোবাসি তোমায়...!!!???😭

হঠাত সিনহার এমন কাঁদো কাঁদো কন্ঠ শুনে ইয়াদ চমকে যায় না একটুও....!!! কারণ,,  সিনহা তো বরাবরই এমন....!!! কথায় না পারলে কেঁদে দিবে....!!! এর আগেও অনেক হয়েছে এমন....!!! ইয়াদ কখনো ভালোভাবে সিনহার রাগ ভাংগাতে পারে  নি।রাগ করার পর রাগ ভাংগাতে গেলে সিনহা মেজাজ দেখিয়ে দূরে সরিয়ে দেয় ইয়াদকে।বার বার রাগ ভাংগানোর চেষ্টা করেও অবশেষে যখন ব্যর্থ হয় তখন ও উলটা পালটা কাজ করতে যায় সিনহাকে দেখিয়ে দেখিয়ে।ব্যস,,এতেই কাজ হয়ে যায়.......।।সিনহা তখন সহ্য করতে না পেরে ইয়াদের সাথে ঝগড়া শুরু করে দেয়।ঝগড়ায় না পেরে একসময় কেঁদে ফেলে....!!! এরকমই হয় সবসময়....!!!

ইয়াদ:পাগলি....কাঁদো কেন....!!??? তোমাকে কি ইচ্ছে করে কষ্ট দেই আমি...!!??? ভালোভাবে বললে তো তুমি কি শুনতেও চাও না,মানতেও চাও না.....সেজন্যই তো এমন করি আমি😔

সিনহা:যাও তুমি,,কথা বলবা না আমার সাথে.....

ইয়াদ:আমার বউটাকে ছেড়ে কই যাবো হুম😚।আমি আজকেই আমার জানটাকে আমার কাছে নিয়ে আসব।আর দূরে থাকতে দেব না.....

সিনহা:হুহ...যাব না আমি....আমি যেটা বলছি সেটা যেদিন পাবো সেদিনই যাব.....যেদিন আমি যেমন স্বামী চাইতাম তেমন হতে পারো সেদিন নিতে আসবা....

ইয়াদ:অই যে,,,আবার শুরু করছে....!!!  দেখো,,অনেক কষ্ট করছি তোমাকে ছাড়া....আর একদিনও পারব না আমি.....

সিনহা:আমি যাব না বলছি যখন তো যাবো না.....বুঝছ??

ইয়াদ:ওকে,,তুমি তো নাই ই।তাহলে মেয়েদের সাথে আড্ডা দিয়েই টাইম পাস করি গা.... থাকো,, বাই🙂

ইয়াদ ফোন কেটে দিল।সিনহা কি করবে বুঝতে পারছিল না...এত তাড়াতাড়ি তো সব হবে না....বাবার বাসায় আসছে ৭ দিনও হয় নাই।এত তাড়াতাড়ি চলে গেলে ইয়াদের শিক্ষা হবে না।দেখা যাক,,ইয়াদ কতদূর যেতে পারে......সিনহা ইয়াদকে একটা মেসেজ দিল >>> meyeder sathe evabe chat kore,zeta korte mana kori seita beshi beshi kore amk jealous feel korate zodi chaw to seta vul.evabe sinha back korbe na.paro to vlo kisu kore tmk zemon vabe ami dekhte chai temon vabe nijeke toiri koro.dekhbe,tomar amake firiye anar jonno eto request kora lagbe na.ami ekai fire ashbo.
r tmi zeta korteso setake valobasha bole na.tmi prove kore dile kotota valobasho amk....actually, valo to amk basho na...nijer jed takei valobasho...r kisu bolbo na.bye

সিনহার মেসেজ টা পড়ে ইয়াদের কেমন যেন একটা ফিল হল....!!!
ও তো সিনহাকে জেলাস ফিল করানোর জন্যই মেয়েদের মেসেজ করছে।যদিও জেদটাও একটু কাজ করেছে এখানে।
ইয়াদ তো সিনহাকে অনেক ভালোবাসে....!!!
তাহলে ওর কি করক উচিৎ এখন....!!!???

সিনহা ওকে অনেক বলে ইসলামিক বই পরার জন্য।বিশেষ করে #রিয়াদুস_সালেহিন হাদিস বইটা ইয়াদকে বেশি বেশি পরতে বলত সিনহা।সিনহা এই বইটা যখন পরে তখন কেমন যেন নেশার ভেতর ঢুকে পড়ে.....!!!  সিনহার অনেক পছন্দের একটা গ্রন্থ এইটা।ও ইয়াদকে ৪ খন্ড গিফট করেছিল।ইয়াদও মাঝে মাঝে পরত।

অইটা পরার সময় ইয়াদের মাইন্ডটাও কেমন যেন চেঞ্জ হয়ে যেত.....!!! অন্যরকম মজা পেত ইয়াদ অইটা পরে।পরতে ভালো লাগলেও আলসেমি করে আর পড়া হয় না ইয়াদের।আজ কেন যেন হঠাত অইটা পরতে ইচ্ছে করতেছে....!!! ও জানে,অই বইটার হাদিসগুলো পরলেই ওর ভালো কাজের উতসাহ জাগবে।অই হাদিসগুলো যেন ওকে ভাল কাজের প্রেরণা জুগায়....!!! ও আর কিছু না ভেবে ফাস্ট পার্ট টা বের করে পড়া শুরু করল....!!! সিনহা বলছিল যে,ইসলামিক নলেজ অর্জনের জন্য এই বইয়ের এই ৪ টা পার্ট ভালোভাবে পরতে+বুঝতে পারলেই তোমার এনাভ।প্রথমত এই বইটা ভালোভাবে পড়। দেখবে অনেক কিছু শিখে গেছ....!!!!

ইয়াদ এতদিন মাঝখান মাঝখান থেকে দুই-একটা হাদিস পরত।কিন্তু আজ একদম প্রথম থেকে শুরু করল....!!!  উদ্দেশ্য হল,বইটা পুরোপুরিভাবে পরা....!!!♥


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: