সোমবার

বেটারহাফ_ফরেভার (পর্ব-১৪) ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার (পর্ব-১৪)
ইসলামিক গল্প

ইয়াদ আর কোনো কথা না বলে সিনহাকে কল দিল,,,

সিনহা:আসসালামু আলাইকুম....

ইয়াদ:ওয়া আলাইকুমুস সালাম....জান,,তুমি কই??

সিনহা:আপনার জান আপনার সাথেই আছে.....

ইয়াদ:জান প্লিজ.....বেক কর তুমি.....

সিনহা:হ্যা বেক করব.....যদি আমি আমার ড্রিম কিং কে বাস্তবে দেখতে পাই কখনো আপনার মাঝে....আর সেটা কখনো না দেখলে সারাজীবন বাবার বাসায়ই থেকে যাব।জব করে নিজের খরচ নিজে চালাবো।তবুও আপনার মত অমানুষের কাছে বেক করব না......

ইয়াদ:জান রে,,,সরি,,,তোমার সাথে আর অমন করব না।অইদিন মাথায় ভূত চাপছিল।তাই অইভাবে কষ্ট দিছি তোমাকে.....

সিনহা:হাহাহাহাহা.....ইয়াদ....!!! তুমি কি ভেবেছ...!!??? তুমি আমার গলায় চেপে ধরেছ তাই আমি কষ্ট পেয়ে চলে এসেছি...!!!??? তুমি আমাকে মেরে ফেলতে নিয়েছিলে সেজন্য তোমার উপর আমার রাগ...!!!??? মোটেও না ইয়াদ।কষ্টটা আমার এখানে না।কষ্ট তো অইখানে,,,ইসলামের বুঝ আল্লাহ তোমাকে দেন নাই।আমি যেরকম স্বামী চেয়েছিলাম সেরকম স্বামী পাই নাই।আমি আমার চাওয়া যেরকম তার ঠিক উলটা টাইপের স্বামী পেয়েছি😂।এগুলাই আমার কষ্ট।বাদ দাও ইয়াদ,,,এরকম স্বামী আমার না হলেও চলবে।যেটা আমি চাই নি কখনো সেটাই আমার এসে বসবে।আর আমি চুপচাপ সেটাকে ক্যারি করে যাব এটা তো হয় না।তাই তাকে আমি ঘার থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছি।যদি কখনো আল্লাহ তোমাকে হেদায়েত দেন তো তখনই আমি বেক করব ইন শা আল্লাহ।তার আগে না।আর নিজেকে চেঞ্জ না করে কখনো আমাকে ফিরিয়ে নিতে আসবে না।আর একটা কথা,,,আমার জন্য তোমাকে আমি কখনো চেঞ্জ হতে বলব না।আমাকে ভালোবাসো সেজন্য নিজকে আমার জন্য চেঞ্জ করার ট্রাই করবা এটা যেন না হয়।আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য নিজেকে চেঞ্জ করবে।আমার জন্য যদি নিজেকে  চেঞ্জ করতে চাও তাহলে আল্লাহ নারাজ হবেন।গুনাহ হবে তোমার।তো,ভুলেও কখনো আমার জন্য নিজেকে চেঞ্জ করার ট্রাই করবে না।আল্লাহর জন্য নিজেকে চেঞ্জ করার ট্রাই কর আল্লাহ তোমাকে হেল্প করবেন চেঞ্জ হওয়ার জন্য।তুমি আল্লাহর দিকে ১ কদম এগিয়ে গেলে তিনি তোমার দিকে একাধিক কদম এগুবেন।so,change yourself for Allah....!!!  Allah hafej....

এটা বলেই সিনহা ফোন কেটে দিল।ইয়াদকে কিছু বলার সুযোগও দিল না...!!!

এর পরেও ইয়াদ ২ বার কল দিল।কিন্তু সিনহা আর রিসিভ করে নি।ইয়াদ বিছানায় শুয়ে রইল।ব্রেকফাস্ট আর করল না।অইদিকে সিনহা ইয়াদের ফোন কেটে দিলেও বার বার ওয়েট করতেছে ইয়াদের ফোনের জন্য।ইয়াদ বিকেলে আবার ফোন দিল সিনহাকে।সিনহা এবার সাথে সাথে ফোন রিসিভ করল...!!!

সিনহা:ফোন দিছ কেন..???

ইয়াদ:কথাও কি বলতে পারব না নাকি....!!???

সিনহা:কি বলবে বল...???

ইয়াদ:ভাল লাগে না তোমাকে ছাড়া...!!! ফিরে আসো প্লিজ।তোমার সব কথা শুনব😭

সিনহা:যা বলার তা বলে দিছি আমি.....

ইয়াদ:তুমি এমন করলে কিন্তু আমি খারাপ কিছু করতে বাধ্য হব....!!! 

সিনহা:খারাপ কিছু করার আগে ডিভোর্স পেপারে সাইন করে নিয়ো....

ইয়াদ:এতটা হার্ড কেন হচ্ছ😭

সিনহা:নামাজ পরছ দুপুরে...???

ইয়াদ:ঘুম আসছিলাম।এই মাত্র উঠলাম

সিনহা:গ্রেট....!!!  খুব ভাল কাজ করছ....!!!

ইয়াদ:বাবুই,,তোমাকে ছাড়া এক পা-ও চলতে ইচ্ছে করে না😭

সিনহা:অন্য কোনো কথা থাকলে বল।নয়তো রেখে দিলাম.....

ইয়াদ:এমন কর কেন...!!???😭

সিনহা:আল্লাহ হাফেজ.....

ইয়াদ কিছু বলার আগেই ফোন কেটে দিল....!!!

রাত ১ টা বাজে....!!! শুয়ে শুয়ে ফেসবুকিং করছে ইয়াদ...।।
বিয়ের পর এত রাত অবদি ফেসবুকে থাকা হয় নি ইয়াদের....!!! ১১ টা বাজলেই সিনহা ইয়াদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রেখে দিত নিজের কাছে।তারপর ও গিয়ে এক হাতের উপর বুকের সাথে মাথা লাগিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পরত...!!! তারপর ইয়াদ ওর মাথায় আলতো করে বুলি কেটে দিত...!!! এই সময়টাতে সিনহার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হত নিজেকে....!!!

ইয়াদ ফেসবুকিং করতে করতে ভাবছে এসব....।। রাত আস্তে আস্তে যত গভীর হচ্ছে ইয়াদ সিনহাকে তত বেশি মিস করতেছে.....!!! ফেসবুকিং করতে করতে হঠাত করেই  ঘুমিয়ে পরল ইয়াদ...!!! ফোনটাও অফ করেনি.....!!! তখন রাত ২ টার মত বাজে......রাত ৩ টার দিকে ইয়াদের মনে হল ওকে কেউ ডাকছে.....!!!
হ্যা,ডাকছেই তো....সিনহা ওকে ডাকছে....!!!
-এই ইয়াদ,,ইয়াদ.....উঠো সোনাই।তাহাজ্জুদ পরবা না...!!!??? উঠো না.......

সিনহার ডাক শুনে তড়িঘড়ি করে উঠল ইয়াদ....!!!!
কই...??? সিনহা তো কোথাও নেই।তার মানে ও স্বপ্ন দেখতেছিল....!!!??? হুর..!!!

ও তো ভেবেছিল সত্যিই সিনহা....!!! ও আবার ঘুমাতে গেল....!!! কিন্তু মনে হল,এই সময়ে উঠেই যখন পরেছি তো তাহাজ্জুদ টা পরেই শুই..!!! কিন্তু আবার আলসেমি লাগতে  শুরু করল....!!! আবার ঘুমাতে গেল।অমনেই সিনহার বলা একটা  কথা মনে  পড়ে গেল....!!!
সিনহা ওকে নফসের কথা বলত সবসময়....!!! সিনহা  বলেছিল যে,নফসের সাথে  সবসময় ফাইট করে চলতে  হয়।এই ধর তোমার এখন নামাজ পড়তে ইচ্ছে করতেছে না।তোমার নফস এখানে তোমাকে বাধা দিচ্ছে নামাজ পরাতে।তাই তোমাকে এখন সেই নফসের সাথে জেদ ধরে নামাজ পরতে হয়।নফসকে যখন তুমি হারিয়ে দিতে পারবা তখনই বুঝবে  যে তুমি রিয়াল সাকসেস ম্যান....!!!

এতদিন ও সিনহার কথার গুরুত্ব। দেয় নাই অতটা।কিন্তু আজ ইচ্ছে করছে গুরুত্ব দিতে।ইচ্ছে করছে নফসের বিরুদ্ধে ফাইট করতে....!!! তাই ও অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে অজু করতে গেল...!!! ঘুমে চোখ টা জ্বালাপোড়া করছে....!!! মাত্র ১ ঘন্টা ঘুম হয়েছে.....!!! তবুও ও অজু করে এসে নামাজে দাঁড়াতে যাবে সেই টাইমে মনে পরল যে তাহাজ্জুদ নামাজের নিয়ম তো ও জানে না।তাই কিছু না ভেবে সিনহাকে ফোন দিল।কারণ, এই সময়ে  সিনহাও নামাজের জন্য উঠে.....!!!
রিং বাজছে....কিন্তু সিনহা ফোন রিসিভ করছে না।ইয়াদ বুঝতে পারল সিনহা নামাজে আছে তাই রিসিভ করতে পারছে না।কিছুক্ষন পর সিনহা চেক করতে গেল এত রাতে কে কল দিল....!!! গিয়ে দেখে   যে ইয়াদ....!!!
এত রাতে ইয়াদ কল  দেবে কেন....!!! কোনো প্রব্লেম হল না তো....!!!
সিনহা কল ব্যাক করল......

সিনহা:আসসালামু আলাইকুম....

ইয়াদ:ওয়া আলাইকুমুস সালাম।বাবুই,,,তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলে দাও না প্লিজ.....

সিনহা:তুমি তাহাজ্জুদ পড়বে....!!!??? 😯

ইয়াদ:কেন...!!!??? আমি কি পরতে পারি না.....!!!???😕

সিনহা:তোমাকে তাহাজ্জুদ এর সময় ডাকতে গিয়ে  বকা খাই নি এমন কোনো দিন নেই।কখনো তাহাজ্জুদ পরার জন্য জাগাতে পারি নি তোমাকে.....আর সেই তুমি আজ নিজে থেকে উঠছ তাহাজ্জুদ পরতে....!!!???

ইয়াদ:আজকেও তুমিই ডেকে দিছ আমাকে।স্বপ্নে এসে ডাকছ। তাতেই হয়ে গেছে.....😌

সিনহা:হাহাহাহা....😆

ইয়াদ:হাসবা না তো।এতদিন ইচ্ছে করে নাই তাই পরি নাই।আজ ইচ্ছে করতেছে পরতে।তাই পরব।নিয়ম বলে দাও......

সিনহা:যাক,,,আল্লাহ মনে হয় চাওয়াটা  পূরণ করতে চলেছেন তাহলে.....!!!

এটা বলে সিনহা  তাহাজ্জুদ এর নিয়মটা  বলে দিল ইয়াদকে।ইয়াদ তাহাজ্জুদ পরে অমনিই জায়নামাজের উপরেই ঘুমিয়ে পরল.....!!!


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: