শনিবার

#বেটারহাফ_ফরেভার  (পর্ব-১০) ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার  (পর্ব-১০)
ইসলামিক গল্প

আজ সেই সকাল থেকে সিনহা রান্নার কাজে লেগে পরেছে...!!! এত্তগুলা আইটেম রান্না করতে হবে আজকে...!!!
আজকে যে স্পেশাল গেস্ট আসবে বাড়িতে....!!!
আব্বুর ছোটবেলার বন্ধু তার বউ-পোলাপান নিয়ে বেড়াতে আসছে সিনহাদের বাসায়...!!! তাই এত আয়োজন....!!!  ২ দিন থাকবে বাসায়;তাই সেভাবেই আদর-আপ্যায়ন করতে হবে....!!!
রান্নার কাজে একা পেরে উঠছে না সিনহা....!!! বিয়ের আগে তো কখনো এতসব কাজ করতেই হত না।টুকটাক রান্নাবাড়া করত যদিও;কিন্তু পুরো সংসার সামলানো,সংসারের সব কাজ এসব তো ওকে করত হত না।ওর মা ওকে কোনো কাজ দিলে মন চাইলে করত নইলে করত না।কিন্তু শ্বশুর বাড়ি এসে তো সব কাজ ওকে এক হাতে সামলাতে হয়...!!! শাশুড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকেন।উনি কোনো কাজ করতে পারেন না।বড়জোর কিভাবে কি করতে হবে এটা দেখিয়ে দিতে পারেন।বাকিটা সিনহা নিজ হাতেই করে।ইয়াদ অবশ্য ওর ঘরের কাজে হেল্প করে মাঝে মাঝে।ইয়াদ ঘরের সব কাজই পারে।সিনহার যে ও বেশি ঘরের কাজ জানে।ইয়াদের মা অসুস্থ থাকার কারনে ঘরের কাজেকর্মে কাজের লোকদের পাশাপাশি ওকেও  হাত দেয়া লাগত।এভাবে ঘরের প্রায় সব কাজই শিখে গেছে।রান্নাবাড়া সিনহার চেয়েও বেশি জানে ও....!!! আর সিনহাকে এসব কাজে হেল্পও করে...ভালোই লাগে সিনহার....♥

দুপুর ১২ টার দিকেই সব গেস্ট চলে আসলেন....।। ইয়াদের বাবার বন্ধু,বন্ধুর বউ আর দুই ছেলে-মেয়ে আসছে...।।
ছেলেটার বয়স ২০+ হবে।আর মেয়েটার বয়স ১৫-১৬ হতে পারে....।। কলিং বেল বাজতেই ইয়াদ গেট খুলে দেয়.....।। আংকেলের ছেলে আসিফ ইয়াদকে জড়িয়ে ধরে....!!! দুজন সমবয়সী হওয়ায় অনেক খাতির দুইজনের মধ্যে।যদিও দেখা সাক্ষাত এখন অনেক কম....।।
আংকেলের মেয়ে আনিসার সাথেও ইয়াদের অনেক খাতির ছিল আগে।সিনহার সাথে পরিচির হওয়ার পর ওর সাথে দুরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে।এটা নিয়ে আনিসা একটু অভিমান করে আছে ইয়াদের উপর।আসার পর থেকে একটা কথাও বলে নি ইয়াদের সাথে।মেহমানরা যার যার মত ফ্রেস হয়ে ড্রয়িং রুমে বসল।অনেকদিন পর এই বাসায় আসা।বাসার সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। ওদিকে  সিনহা সবার জন্য ফলমূল,ঠান্ডা পানীয়সহ হালকা খাবার রেডি করে নিয়ে এলো ড্রয়িং রুমে।মাথায় ইয়া বড় একটা ঘোমটা....!!! মুখটা দেখাই যাচ্ছে না...!!!

সিনহা এসেই সবাইকে সালাম দিল।আনিসা সালামের উত্তর না নিয়েই সিনহাকে দেখে সবার সামনে হেসে দিল।বলল যে,,,

আনিসা:আরে এটা কে...!!!???😃

ইয়াদের বাবা:এটাই আমাদের ইয়াদের বউ😍

আনিসা:হাহাহাহাহাহা....!!! তা ভাবি সাহেবা,এত বড় ঘোমটা দেয়ার মানে কি...!!??? মুখে কি কেউ এসিড মেরেছে নাকি...!!???😃

আনিসার মা:এই চুপ....!!! না বুঝে কি সব বলছিস...!!! একটা থাপ্পড় দেব.....!!!! বেয়াদপ মেয়ে....!!!

ইয়াদের বাবা:আসলে আনিসা মা,,তোমার ভাবি অনেক পর্দা করে তো।এখানে তোমার বাবা,আসিফ ওরা আছে সেজন্য এভাবে এসেছে।এই আর কি......

আনিসার বাবা:হুম।সেটাই ভালো।মেয়েটা লক্ষি বটে।তা তোমার নাম কি...???

সিনহা:জি,সিনহা....

আনিসার বাবা:মা শা আল্লাহ। তা বস আমাদের সাথে মা।

সিনহা:না না আংকেল।ঠিক আছে।আমি রান্নার কাজ করতেছি।রান্না এখনো শেষ হয় নি।বাকি আছে কিছুটা.....আপনারা নাস্তা  করতে থাকেন।আমি আসছি.....

এটা বলে সিনহা চলে গেল সেখান থেকে।আনিসার কেমন যেন ভাল লাগছে না সিনহাকে।এই মেয়েটার জন্যই ইয়াদ ওকে ইগনোর করে তাই নাহ...!!??? দেখে নেবে ও এই মেয়েকে।ফাজিল মেয়ে  একটা।হুহ......
আনিসার সহ্য হচ্ছে না সিনহাকে।

তো,,,সবাই নাস্তা করছে আর সিনহার শ্বাশুরি মানে আম্মু রান্না ঘরে গিয়ে সিনহাকে বলছে,,,

আম্মু:সেই সকাল থেকে তুই রান্না ঘরে।এখনো রান্না শেষ করতে পারলি না....!!???

সিনহা:শেষের দিকেই আম্মু।আসলে এত রান্না তো কখনো এভাবে করি নি নিজ হাতে।তাই লেট হচ্ছে।একা একা সামলাতে কষ্ট হচ্ছে একটু

আম্মু:কেন..?? ইয়াদও তো হেল্প করছে....

সিনহা:হুম।তা করেছে একটু,তবে (আম্মু থামিয়ে দিলেন)

আম্মু:হয়েছে হয়েছে।কথা বাদ দিয়ে তাড়াতাড়ি শেষ করে টেবিল সাজা....আমি ওদের কাছে যাই....

সিনহা আবার নিজের কাজে মন দিল।এমন সময় আনিসা আসল কিচেনে....!!!

আনিসা:হাই মিসেস ইয়াদ....!!!

সিনহা অবাক হয়ে পিছনের দিকে তাকাতেই দেখে আনিসা....

সিনহা:আরে,,তুমি এখানে.....!!!

আনিসা:ভালো কফি বানাতে পারো...???

সিনহা:পারব না কেন...!!??? এখন কি কফি খাবে...???

আনিসা:হুম।ভাল্লো করে একটু কফি করে দাও দেখি।আমি তোমাদের রুমেই আছি

সিনহা:আচ্ছা  যাও......

এরপর সিনহা কফি বানাতে শুরু করল।আর আনিসা ইয়াদকে নিয়ে ইয়াদের রুমে গেল...।। ইয়াদলে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে ও ওর গলা চেপে ধরে বলল,,,

আনিসা:এবার কি করবে বাছাধন.....!!! আজকে তোমায় মেরেই ফেলব....!!!

ইয়াদ:আরে আনিসা,,,লাগছে তো.....

আনিসা ছেড়ে দিল ইয়াদকে...!!! অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল যে,,,

আনিসা:খুব খারাপ তুমি।খুব খারাপ...!!!😒

ইয়াদ:বাব্বাহ....!!! দেখি কে রাগ করেছে আমার সাথে.....!!!😆

আনিসা এবার রাগে ইয়াদকে উলটা পালটা পিঠে কিল দিতে লাগল....!!! এমন সময় সিনহা কফি নিয়ে হাজির.....!!! আনিসা আর ইয়াদের এই অবস্থা দেখে সিনহা ইয়াদের দিকে গরম করে তাকালো।ইয়াদ সেই চাহনির অর্থ টা বুঝতে পারল।সিনহা হাসি মুখে আনিসার হাতে কফি দিয়ে বলল,,,

সিনহা:এই নাও তোমার কফি☺

আনিসা:থ্যাংকস.....তুমি এখন যাও

সিনহা:ইয়াদ,,,তুমি আসো আমার সাথে....

আনিসা:ও যাবে কেন...!!??? দেখছ না কথা বলছি আমরা....!!???

সিনহা:কাজ আছে একটু।কথা তো পরেও বলা যাবে☺

ইয়াদ:আচ্ছা আসছি......

ইয়াদ সিনহার পিছু পিছু যেতে লাগল...!!! কিচেনে আসতেই সিনহা ছুড়ি বের করে ইয়াদের গলায় ধরে বলল,,,

সিনহা:একদম মেরে ফেলব তোমায়😡

ইয়াদ:আমি আবার কি করলাম...!!/??😳

সিনহা:অই মেয়ের কাছ থেকে দূরে দূরে  থাকবা।ওর আশেপাশে তোমাকে যেন না দেখি আমি.....

ইয়াদ:ও আমার ছোট বোনের মত।আগে আমরা কত্ত ক্লোজ ছিলাম জানো...!!/??

সিনহা:এত কিছু তো জানার দরকার নেই আমার।যা বলছি তাই করবে ব্যস...!!!

ইয়াদ:আমাকে কি এটা বলার জন্যই ডেকে আনলে....!!??? নাকি কোনো কাজ আছে...???

সিনহা:হুম।এটা বলার জন্যই এনেছি।সারাদিন আমি কাজ করব আর তুমি আমার সাথে সাথেই থাকবে।ওর ওদিকে একদম যাবে না।মেয়েটা সুবিধার না।

ইয়াদ:ভুল ভাবছ সিনহা....!!! ও এমনই। পাগলী টাইপের মেয়ে।আমার জন্য কত্ত পাগল ছিল মেয়েটা...!!!

সিনহা:চুপ😡

ইয়াদ:😐😐😐

সিনহা:দাঁড়িয়ে থাকো এখানে।একটা একটা করে সব খাবার তোমার হাতে দেব। তুমি নিয়ে টেবিলে সাজিয়ে রাখো.....

ইয়াদ:গোসল করব আমি।এগুলো তুমিই কর😒

সিনহা:চুপপপপ...!!!😡 যা করতে বলছি সেটা কর...নইলে,,

আবারো ছুড়িটা ওর গলায় ধরতে যাবে এমন সময় ইয়াদ বলল,,,

ইয়াদ:ওকে ওকে ওকে ,,,, দাও দাও.....কি দিবে দাও....।। তোমার কথামতই কাজ করছি।😕

সিনহা সব কিছু ইয়াদের হাতে তুলে দিচ্ছে।ইয়াদ সেগুলো নিয়ে টেবিলে রাখছে।এর মধ্যে আবার আনিসা আসল...!!!

আনিসা:কেমন মেয়ে গো তুমি....!!??? ভাইয়াকে দিয়ে এভাবে কাজ করাচ্ছ কেন...!!??? নিজে নিজে করতে পারো না...!!!??? এগুলো কি ভাইয়ার কাজ নাকি...!!!???? একটু কথা বলতে চেয়েছিলাম বসে সেটাও দিল না....!!! যত্তসব....!!! মেজাজটাই খারাপ করে দেয়....!!!

এটা বলেই ইয়াদকে লক্ষ্য করে বলল,,,,

আনিসা:এই ভাইয়া,,,তুমি এসব কেন কর হ্যা....!!??? তুমি আসো তো আমার সাথে.....

এটা বলেই ইয়াদের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল।ইয়াদ শুধু ছাড়তে বলছে।বাট তেমন কোনো বাধা দিচ্ছে না......

এটা দেখে সিনহার মেজাজ আরো বিগড়ে গেল....!!! ইয়াদের সামনে ওকে এইভাবে কথা বলে গেল অথচ ইয়াদ একটা জবাবও দিল না....!!! আর এভাবে টেনে নিয়ে যাওয়া সত্ত্বেও ইয়াদ তেমন বাধাই দিচ্ছে না....!!!!


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: