শনিবার

বেটারহাফ_ফরেভার (পর্ব-১১) ইসলামিক গল্প

#বেটারহাফ_ফরেভার (পর্ব-১১)
ইসলামিক গল্প

সিনহা ওর মত টেবিলে খাবার সাজাতে লাগল...!!! ভেতরে রাগে ফুসতেছে...!!! ওদিকে আনিসা ইয়াদকে টেনে ওদের রুমে নিয়ে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে বিছানায় ধাক্কা দিয়ে শুয়িয়ে ও ওর মুখের কাছে মাথা নিয়ে বলল,,,

আনিসা:এত বউয়ের লেজ ধরে থাকো কেন...!!??? তোমার এত কষ্ট দেখলে আমার কষ্ট হয় না বুঝি...!!???

ইয়াদ:কিসের কষ্ট...!!??? আর সর তুমি।আমাকে উঠতে দাও....মাথা ঠিক আছে তোমার....!!!???

আনিসা:এই শোনো,,,ওই মেয়ের জন্য তুমি আমাকে ইগনোর করেছ...!!! দূরে ছিলা তাই কিছু বলতে পারি নাই।কাছে আসার পরও এভাবে ইগনোর করবা সেটাও কি সহ্য করব নাকি..!!??? ভালোবাসি তোমাকে বুঝো না তুমি...!!/??

ইয়াদ এবার রেগে গেল....!!! ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে ও উঠল শোয়া থেকে....।। তারপর বলল,,,

ইয়াদ:তোমার মাথা টা গেছে পুচকি মাইয়া।বুঝছ...!!/?? ভালোবাসার কি বুঝো তুমি....!!??? আর এখন আমাকে এসবই বা বলছ কেন...!!!??? আমি এখন মেরিড.....!!! আমি আমার বউকে নিজের চেয়েও বেশি ভালোবাসি।মাথায় রেখো কথাটা।আর হ্যা,,,তুমি এর পর থেকে আমার চোখের সামনেও আসবা না।বড্ড বাড়াবাড়ি করে ফেলছ তুমি....!!! নেক্সটে এমন কথা যদি আর একবারো শুনি তো কানের নিচে দুটো লাগিয়ে দেব......ফাজিল একটা😡

এটা বলেই ইয়াদ রুমে থেকে বের হয়ে যাবে এমন টাইমে আনিসা গিয়ে আবারো ইয়াদের হাত টা ধরে বলল,,,

আনিসা:ইয়াদ,,একটু দাড়াও প্লিজ.....

আনিসা ইয়াদের কাছে গিয়ে ইয়াদের হাতটা নিয়ে ওর বুকের উপর হাতটা টেনে নিয়ে বলল,,,

আনিসা:এমন কর কেন তুমি...!!??? আমার কষ্ট ***

ইয়াদ ওকে আবারো থামিয়ে দিয়ে ধাক্কা মারতে যাবে ওকে এমন সময় ও উলটা ইয়াদকে শক্ত করে জড়িয়ে ধরল....!!!

আনিসা:ছাড়ব না আমি আর তোমাকে।দেখি তুমি কি কর....!!!

ইয়াদ:তোমার গায়ে হাত তুলতে বাধ্য কর না।ছোট মানুষ ছোটদের মতই থাকো....!!!

আনিসা:তোমার হাতে মরতে পারলেও হ্যাপি আমি।মারো......

সিনহা এতক্ষন ওদের কান্ড দেখছিল দরজার ওপাশে দাঁড়িয়ে।এবার আর সহ্য ক্ষমতা রাখতে পারল না।ভেতরে ঢুকে এক টানে আনিসাকে ওদের কাছ থেকে সরিয়ে গালে ঠাস করে মেরে দিল এক থাপ্পড়....!!!

সিনহা:সেই আসার পর থেকে তাফাল্লিং শুরু করে দিছ দেখছি।বয়স কত তোমার....!!!??? প্রেমের কি বুঝো...!!!??? কিছু বলতে চেয়েছিলাম না।তুমি আমাদের গেস্ট। তাই কিছু বলার ইচ্ছে ছিল না।বাট তুমি লিমিট ক্রস করছ এবার...!!! সরি টু সে....আর শোনো,,,আমার বিহেভে কিছু মনে কর না।বড় বোন হিসেবে চড় টা মারলাম যাতে শুধ্রে যাও তুমি......মাফ করে দিয়ো।টেবিলে খাবার দেয়া আছে।খেতে আসো....সবাই টেবিলে ওয়েট করছে.......

আনিসা কিছু বলল না।চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসতেছিল....!!! ওর মা খাচ্ছিল সবার সাথে বসে।ও ওর মায়ের কাছে গিয়ে বলল,,

আনিসা:খাওয়া শেষ করে তাড়াতাড়ি এসো...

মা:কেন...???  তুই খাবি না???

আনিসা:খিদে নেই।তাড়াতাড়ি আসো তো।ভাল্লাগতেছে না....

আনিসার মা খেয়াল করল আনিসার মেজাজ টা একটু চড়া হয়ে আছে...!!! হঠাত কি হল মেয়েটার...!!!???  ও তো ইয়াদের সাথেই ছিল।তাহলে....!!????

কিছু বুঝে উঠতে না পেরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে আনিসার আনিসার কাছে গেল...।।

মা:কিরে...??? কি হইছে...??? মন খারাপ মনে হচ্ছে....!!!

আনিসা কেঁদেই দিল এবার।মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল...,,,,

আনিসা:আমি এই বাসায় থাকব না মা।বিকেলেই চলো চলে যাব😭

মা:আরে,,হয়েছে টা কি...!!??? সেটা তো বল....!!!

আনিসা:অই হুজুরনি টা আমাকে মেরেছে মা😭

মা:মানেহ...!!! ইয়াদের বউয়ের কথা বলছিস..!!!/??

আনিসা:হুম মা.....

মা:ও তোকে মারতে গেল কেন...!!???  কি করেছিলি....!!????

আনিসা এবার চোখ মুছতে মুছতে বলল,,,,

আনিসা:ইয়াদ ভাইয়ার রুমে গিয়ে ওর সাথে কথা বলেছি তাই অই মেয়েটা রেগে গিয়ে আমাকে মেরেছে....!!!

মা:এইটার জন্য তো মারার কথা না..... আর কি করেছিস..!!!????

আনিসা:আর কি করব...!!??? একটু ঠাট্টাতামাসা করেছি বলে সেইটা ওর গায়ে লেগে গেছে...!!!  আমাকে চড় মেরেছে ও....!!!! ওর সাহস কত বড়....!!????

মা:তুই কেমন সেইটা আমার জানা আছে.....এই সিম্পল ব্যাপার নিয়ে কেউ গেস্ট দের গায়ে হাত তুলে না।কিছু একটা তো লুকাচ্ছিসই.....!!!!

আনিসা এবার রেগে গিয়ে বলল,,,

আনিসা:হ্যা লুকাচ্ছি আমি।ইয়াদ ভাইয়ার সাথে শুতে গেছিলাম সেটা হুজুরনি দেখে আমাকে মেরেছে।সত্যি টা বললাম।হ্যাপি তো এবার.....!!!! এখন তুমি যাও।কথা বলবে না আমার সাথে।একা থাকতে দাও আমাকে....😡

আনিসার মা হনহন করে সেখান থেকে চলে গেলেন।আনিসা রাগে কিটমিট করতে লাগল...!!!😂

ওদিকে সিনহা দুপুরের খাওয়াদাওয়া শেষ করে  ইয়াদকে নিয়ে রুমে এসে বলল,,,

সিনহা:ওর সাথে তোমার রিলেশন ছিল আগে...!!???

ইয়াদ:আরে নাহ।তা কেন....:!!???

সিনহা:ও তোমার সাথে এমন বিহেভ কেন করল...!!???

ইয়াদ:ও একটু পাগলি টাইপের।আর গায়ে পরা মেয়ে।আমার জন্য খুব পাগল।লাভ করত আমাকে।বাট গায়ে পরা মেয়ে পছন্দ না আমার।তাই পাত্তা দেই নাই......

সিনহা:আরো কিছু...!!/??

ইয়াদ:মানে...???

সিনহা:লাস্ট বারের মত বলে দিচ্ছি।অই মেয়ের আশে পাশে যেন তোমাকে না দেখি।যদি দেখি অই মেয়ের সামনে তোমাকে পিটাবো আমি☺

ইয়াদ:বাসার গেস্ট। কথা না বললে খারাপ দেখায় না....!!!????

সিনহা:দেখাক।কথা বলবা না,ওর সামনে যাবা না এটাই লাস্ট কথা☺


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: