#বেটারহাফ_ফরেভার (পর্ব-১২)
একটি ইসলামিক গল্প
ইয়াদ আর কথা বাড়ালো না।২ দিন গেস্ট ছিল।এই ২ দিনে ইয়াদ ট্রাই করছে আনিসাকে সর্বোচ্চ ইগনোর করতে♥
২ দিন পর গেস্ট চলে যায় বাসা থেকে।ইয়াদ যদিও স্টুডেন্ট ছিল তবুও সিনহার কথা রাখার জন্য ছোট একটা জব করত।বেতন ৮/৯ হাজার টাকা মাত্র।কিন্তু তবুও ভাল।বৌকে কিছু দিতে চাইলে তো আর বাবা-মা এর কাছে সরাসরি হাত পাততে হয় না..!!! নিজের হাত খরচ টা তো চলে...!!! এটাই এনাভ।
ইয়াদের সাথে ভালোই কাটতেছিল দিনগুলো।ইয়াদের ফ্যামিলির লোকও ভালোই ছিল।আদর করত সিনহাকে অনেক।কিন্তু ইয়াদের মা একটু বেশি রাগী ছিলেন।শাশুড়ীর সাথে এত দিনেও ফ্রি হতে পারে নি সিনহা।যদিও উনার মনটা ভাল।কিন্তু তবুও সিনহার ভয় লাগত কেমন যেন....!!!
তো,,,দেখতে দেখতে ইয়াদের বার্থডে এসে পড়ে। প্রতিবছর জাঁকজমক করে বার্থডে সেলেব্রিট করা ইয়াদের একটা শখ।ইয়াদের সাথে পরিচিত হবার পর এটা সেকেন্ড বার্থডে ইয়াদের।ফাস্ট বার যখন বার্থডে কেকের পিকটা সিনহাকে সেন্ড করে বলে যে,,,
ইয়াদ:এটা আমার বার্থডে কেক😁😁😁
সিনহা:বার্থডে সেলেব্রেট করা ঠিক না।এটা হারাম🙂
ইয়াদ:আবার শুরু করল হারাম হারাম😡।আচ্ছা,,সব কিছু হারাম হলে হালাল কোনটা...!!!??? আর এত হালাল হারাম বাছাবাছি করে চললে লাইফ এনজয় করব কিভাবে...!!!????😑
সিনহা:ইয়াদ....!!! মুমিন দের জন্য দুনিয়াটা জেলখানা।বুঝছ...??? এখানে মুমিনরা চাইলেই সব কিছু করতে পারে না.....
ইয়াদ:এত মুমিন আমরা হইতে পারব না গো।আজ অন্তত এসব কথা অফ রাখো।এত স্পেশাল একটা দিনে মাথা হট করতে চাই না....
সিনহা:ভালো কথা বললেই তোমার মাথা হট হয় তাই না....!!???
ইয়াদ:দেখো,,বাড়াবাড়ি করতে আইসো না।ভেবেছিলাম ফাস্ট বার্থডে ওয়িশটা তোমার কাছ থেকে পাবো।ফাস্ট ওয়িশ তো দূরের কথা....ওয়িশই করলা না....!!! তারপরও মাথা ঠান্ডা রাখার ট্রাই করেছি।হাসিখুশি থাকার ট্রাই করেছি। কারন,আজকের দিনে মন খারাপ করার ইচ্ছে নেই আমার।কিন্তু তারমধ্যে এখন আবার ওয়াজ করতে শুরু করছ....!!! মেজাজ কার না হট হবে....!!???😠
সিনহা:ওকে।আজ আর কথাই বলব না তোমার সাথে।এখন আমার কথা তোমার তিতা লাগবে।মেজাজও খারাপ হবে।সো,আজকে আর। কথা বলারই দরকার নাই।এক্কেবারে কাল কথা বলব।
ইয়াদ:মানে...!!/??
সিনহা:এত মানে মানে কর ক্যান...!!???😡 মেসেজ দিবা না এখন।যত ইচ্ছা এনজয় কর আজকের দিন।তারপর কাল তোমাকে পাবনি আমি.....
ইয়াদ:ঝামেলা না করলে ভাল লাগে না তোমার তাই না...!!???😠
সিনহা:ঝামেলা আমি করি নাই
ইয়াদ:তাহলে এগুলা কি??
সিনহা:মেজাজ খারাপ করিস না তো এখন।যা তুই।কাল।মেসেজ দিবি....
ইয়াদ:ধেৎ,,,মুডটাই নষ্ট করে দিল।ফালতু মাইয়া....যা তোহ.....
সিনহা অফলাইন চলে যায়....!!!
পরের দিন সিনহা ওকে বলে,,,
সিনহা:আমার সাথে পুরো লাইফ কাটাতে চাইলে তোমাকে আমার মত হতে হবে।আমি তোমার মত হয়ে জাহান্নাম কিনতে পারব না....
ইয়াদ:আমি তো ট্রাই করি তাই না???
সিনহা:এটাকে ট্রাই বলে....!!! বার্থডে সেলেব্রেট করা হারাম।এটা তোমাকে বলার পরও তুমি মানলা না।শুনলা না আমার কথা।বার্থডে সেলেব্রেট করাই তোমার কাছে বড় হয়ে গেল তাই না....!!!???
ইয়াদ:দেখো,,এটা আমার একটা শখ....!!! এটা না করলে আমি শান্তি পাই না.....
সিনহা:হারাম শখ গুলাকে তো ডিলেট করতে হবে।তাই না...???
ইয়াদ:সব ডিলেট করলেও এটা ডিলেট করতে বইল না প্লিজ।আমার এমন কোনো বার্থডে নাই যে আমি সেলেব্রেট করি না।লাইফের সবগুলো বার্থডেই সেলেব্রেট করে আসছি।আর সব বাদ দিতে পারলেও এটা বাদ দিতে পারব না। প্লিজ এটা বাদ দিতে বইলো না....
সিনহা:এটা বাদ দিতে পারবা না,অটা বাদ দিতে পারবা না তো পারবা টা কোনটা....!!??? আমাকে বাদ দাও.....তাহলেই তো হয়....
ইয়াদ:উফফফ....!!! এই সিম্পল ব্যাপার নিয়ে এত রিএক্ট করছ কেন বল তো...!!!???? তুমি আগে পার্মানেন্টলি আমার বাসায় আসো তারপর দেখবে এসবকিছু বাদ দিয়ে দেব আমি আস্তে আস্তে.....😍এখন তো তুমি দূরে।কাছে আসলেই বাদ দিব।একদম তোমার মনের মত হয়ে থাকব। হ্যাপি এবার...???
সিনহা:হুহ.....বাকির নাম ফাঁকি.....
ইয়াদ:না বাবুই,,,দেইখো তুমি......
তো,,,অইদিন সিনহাকে অই কথা বলার পরেও আজকে আবার বার্থডে সেলেব্রেট করার আয়োজন করতেছে....!!!সকালে সিনহাকে বলছে,,,
সিনহা:ইয়াদ....!!! কি শুরু করছ তুমি হ্যা....!!!????
ইয়াদ:যা করছি তা তো দেখছই.....
সিনহা:ইয়াদ এসব হারাম।বুঝো না তুমি....!!!???
ইয়াদ:আজকের দিনে মাথা গরম করতে চাচ্ছি না.....
সিনহা:তুমি আমাকে বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পর এসব বাদ দিবা......
ইয়াদ:বিয়ের আগে এটাও বলেছিলাম যে আর সবকিছু বাদ দিলেও এটা বাদ দিতে পারব না....🙂
সিনহা:ইয়াদ.....!!!😠
ইয়াদ:রাগ দেখাইতে আইসো না ত আজকে।যাও......গেস্ট আসবে।সবকিছুর আয়োজন কর.......
সিনহা:মানেহ.....!!!!
ইয়াদ:মানে মানে কর কেন...!!??? শুধু ক্লোজ ফ্রেন্ডস আর রিলেটিভস দের ইনভাইট করেছি।বেশি কাউকে না।১০-১২ জন গেস্ট আসবে।রান্নাবাড়ার আয়োজন কর.....
সিনহা:হাউ ননসেন্স....!!! বার্থডে পার্টিতে গেস্ট আসবে।আর তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করব....!!!😄লল ইয়াদ...!!! লল....!!! কিচ্ছু করতে পারব না আজকে আমি।আমি এক্ষনি আমার বাসায় যাচ্ছি।কাল আসব।তোমার এই হারাম আহ্লাদ দেখার ইচ্ছে নেই আমার।
এটা বলেই সিনহা রুমে গিয়ে বোরকা পরতে লাগল বের হওয়ার জন্য।ইয়াদ পিছু পিছু গিয়ে ওর হাত থেকে বোরকা টা টান দিয়ে নিয়ে বলল,,,
ইয়াদ:আজকের দিনটাতে মাথা গরম করতে বাধ্য কইরো না।মিছামিছি অশান্তি কইরো না। প্লীজ.....!!!
সিনহা:বোরকা দাও......(ইয়াদের হাত থেকে টান দিয়ে বোরকা নিয়ে আবার যেই না পরতে যাবে অই সময়ে ইয়াদ আবারো বোরকা টা কেড়ে নিয়ে নিচে ফেলে দিয়ে সিনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়....!!! সিনহা প্রস্তুত ছিল না এটার জন্য....!!! আচমকা এমন করাতে হা হয়ে গেল সিনহা....!!! নিজের অজান্তেই নিজের গাল টা তে হাত বুলাতে লাগল সিনহা।চোখের পানিগুলা বাধ ভেংগে বেড়িয়ে আসল বাইরে।সিনহা গালে হাত দিয়ে ইয়াদের দিকে অপলক তাকিয়ে আছে....!!!! এর আগে আর যাই হোক,,,কখনো সিনহার গায়ে হাত তুলে নি ইয়াদ।আজকেই ফাস্ট হাত তুলল;তাও আবার এই একটা হারাম বিষয় নিয়ে....!!! থাপ্পড় টা দিয়েই ইয়াদ চেঁচিয়ে বলে উঠল,,
ইয়াদ:তোকে বলছি না আজকের দিনে অশান্তি করিস না।অশান্তি না করলে তোর ভাল লাগে না। তাই না.....!!!??? কোথ-থাও যাবি না তুই আজকে।তুই আজ বাসাই থাকবি।আর নিজের হাতে সব কিছুর আয়োজন করবি।আমাকে যেন আর একটা কথাও বলতে না হয়.....!!!
ইয়াদের চেঁচামেচি শুনে বাসার অন্যরা আসতে চাইল ইয়াদের রুমে।বাট দেখে যে দরজা অফ করা।ইয়াদ রুমে ঢুকার পর দরজা অফ করে দিয়েছিল।বাইরে থেকে শুধু ভেতরের চেঁচামেচি শুনা যাচ্ছে।দরজা খুলতে বলছে বাট খুলছে না।সিনহা কেঁদে কেঁদে ইয়াদকে বলছে,,,
সিনহা:আমাকে মেরে ফেললেও আমি এসব করব না।গেস্ট আসবে অন্যদিন আসুক। তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করব।বাট আজকে কিচ্ছু করব না।কিচ্ছু না.....ব্যস....!!!
ইয়াদ এবার গিয়ে সিনহার চুলের মুঠি ধরে বলল,,,,
ইয়াদ:মুখের উপর খুব কথা শিখেছিস তাই না??? আদর করতে করতে ঘাড়ে তুলে ফেলছে তোকে....!!!
সিনহা:চুল ছাড়ো..... লাগছে আমার......
ইয়াদ এবার চুল ছেড়ে দিয়ে সিনহাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল।
ইয়াদ:বলেছিলাম বাড়াবাড়ি না করতে......
সিনহা এবার কেঁদে কেঁদে বলল,,,
সিনহা:যত যাই বল,আমি যেটা বলছি সেটাই করব।জোর করে কিছু করাতে পারবা না আমাকে.....মরে গেলেও আমি করব না।এটাই আমার লাস্ট কথা.....
ইয়াদের রাগ টা এবার আরো বেড়ে গেল....!!! গিয়ে সিনহার গলা চেপে ধরে বলল,,,
ইয়াদ:তাহলে মরই তুই।তোর মরার এত শখ।শখটা পূরনই করি আগে।তোর জেদ ক্যান এত সেইটাও তো দেখে নিব আমি.....!!!! তোকে আমি বলছি না...??? আমি ভালোর ভালো।খারাপের খারাপ।আমাকে তোর সাথে খারাপ বিহেভ করতে বাধ্য করিস না।আমার খারাপ রূপ দেখার শখ হইছে না তোর.....!!??? দেখে নে আমি কতটা খারাপ হতে পারি....!!!
ইয়াদ খুব জোরে সিনহার গলাটা চেপে ধরছে।খুব কষ্ট হচ্ছে সিনহার।কথা বলতে পারছে না।ইশারায় ইয়াদকে ছেড়ে দিতে বলছে কিন্তু ইয়াদ ছাড়ছে না....!!!!
এক সময় সিনহা কেমন যেন নিস্তেজ হয়ে গেল....আর জোরাজুরি করছে না গলা থেকে হাত টা সরানোর জন্য...!!! শরীর টা কেমন যেন ছেড়ে দিল....!!!
ইয়াদ এবার ভয় পেয়ে গেল.....!!!! তাড়াতাড়ি করে গলাটা ছেড়ে দিল...!!!
0 coment rios: