বুধবার

‘দেশে এখন তোষণের রাজনীতি চলছে’

ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া
রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি চলে যাওয়ায় দেশ থেকে রাজনীতি দিন দিন নির্বাসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
আজ বুধবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। ন্যাপের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ন্যাপ মহাসচিব বলেন, ‘দেশে এখন রাজনীতি নাই, তোষণ নীতি চলছে। রাজনীতিতে রাজনীতিবিদদের স্থান দখল করেছে টাকাওয়ালারা। টাকা রাজনীতির মাঠ দখল করার কারণে রাজনৈতিক দলেও এখন টাকার কদর বাড়ছে।  ফলে মাঠের রাজনীতিক অর্থাৎ ত্যাগী নির্যাতিতদের পরিবর্তে টাকাওয়ালারাই দলের বিভিন্ন পদবী দখল করে নিচ্ছে।’
তিনি বলেন, ‘শফিকুল গানি স্বপনের মতো গণতান্ত্রিক ও মেধাবী রাজনৈতিক নেতার আজ রাজনীতিতে বড়ই অভাব।  বাস্তবতার নিরিখে তাই দেখা যায় রাজনীতি আজ দুর্বৃত্তায়নের কবলে। আস্থাশীল কর্মী এবং কর্মী থেকে নেতা সৃষ্টি করার পথও রুদ্ধ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে।  রাজনীতির মাঠে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয় না তখন দুর্বৃত্তায়নের শিকড় আরো গভীর থেকে গভীরে যেতে থাকে।’
গোলাম মোস্তফা আরও বলেন, ‘রাজনীতিতে মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক।  তাই বলে রাজনীতিতে প্রতিহিংসা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভূঁইয়া, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: