কারও বাসায় বা ঘরে প্রবেশের নিয়মঃ
==========================
১. দরজায় দাঁড়িয়ে তিনবার সালাম দিবে। [সহিহ মুসলিম-৫৪৪৩, মুয়াত্তা মালিক-১৭৩৯]
২. সালাম দেয়ার সময় মুখ দড়জার দিকে রাখা যাবে না। ডানে বা বামে ঘুরে দাঁড়াতে হবে। [আদাবুল মুফরাদ-১০৮৮]
৩. দড়জার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করা যাবে না। [আদাবুল মুফরাদ-১১০১
৪. প্রথম সালাম হচ্ছে আগমনের জন্য, দ্বিতীয় সালাম ঘরে প্রবেশের অনুমতির জন্য এবং তৃতীয় সালাম ফিরে যাওয়ার ইংগিত হিসাবে গণ্য হয়। [মিশকাত-২০৮]
৫. তিন বারের বেশী অনুমতি চাওয়া রাসুল (সাঃ) এর সুন্নাতের খেলাফ। [সহিহ মুসলিম-৫৪৪৩, মুয়াত্তা মালিক-১৭৩৯]
৬. তৃতীয় সালামের পর দড়জা না খুললে আগন্তুক প্রস্থান করবে। ধরে নিতে হবে ঘরে কেউ নেই অথবা তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি অথবা সশব্দে সালামের জবাব দেয়ার মতো পুরুষ মানুষ ঘরে নেই। [সহিহ মুসলিম-৫৪৪৩, মুয়াত্তা মালিক-১৭৩৯]
৭. ঘরে প্রবেশের অনুমতি না পাওয়া গেলে কোনক্রমেই ঘরে প্রবেশ করা যাবে না। [সূরা নূর-২৪/২৮, মুয়াত্তা মালিক-১৭৩৯]
৮. অন্ধ্য ব্যক্তির জন্যও ঘরে প্রবেশের অনুমতি লাগবে। কারণ সে চোখে দেখতে না পেলেও কানে শুনতে পায়।
৯. যাদেরকে বিবাহ করা হারাম (যেমন মা, খালা, ফুফু, দাদী, নানী, কন্যা ইত্যাদি) তাদের রুমে প্রবেশের পূর্বেও অনুমতি নিতে হবে। একই বাড়ীতে বসবাস করলেও। [সূরা নূর-৫৯, মুয়াত্তা মালিক-১৭৩৮, আদাবুল মুফরাদ-১০৬৯, ১০৭৩]
১০. নখ দিয়ে খটখট করে শব্দ করাও অনুমতি চাওয়া বুঝায়। [আদাবুল মুফরাদ-১০৯০] [অনুমতি পাওয়ার পর অবশ্যই সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে]
১১. ভেতর থেকে “কে?” জিজ্ঞেস করা হলে উত্তরে “আমি” না বলে নিজের পরিচয় দেয়া উচিৎ। [আদাবুল মুফরাদ-১০৯৬]
মহান আল্লাহ আমাদেরকে রাসুল (সাঃ) এর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।
ইসলামের দাওয়াত
0 coment rios: